#দিল্লি: স্বাধীনতার ৭৫ বছর পূর্তির উদযাপনে অমৃত মহোৎসব-এর উদযাপন শুরু করেছিল নরেন্দ্র মোদি সরকার৷ স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছরের যাত্রাকে অমৃত কাল বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এ দিন লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে একথাই বলেন প্রধানমন্ত্রী৷ ২০৪৭ সালে স্বাধীনতার একশো বছর পূরণ হবে৷ সেকথা মাথায় রেখে এ দিনই পাঁচ সংকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদির কথায় যা 'পাঁচ প্রাণ'৷
আরও পড়ুন: 'সত্যিই কি অমৃত কালে বাস করছি?' নাম না করেই মোদি সরকারকে কটাক্ষ অভিষেকের
প্রধানমন্ত্রী যে পাঁচ লক্ষ্যের কথা বলেছেন, তার মধ্যে রয়েছে- উন্নত ভারত নির্মাম, সব অর্থেই গোলামি বন্ধ করে একশো শতাংশ স্বাধীন বোধ করা, নিজেদের ঐতিহ্য এবং অতীত নিেয় গর্ব বোধ করা, একতা এবং নাগরিকদের কর্তব্য পালন৷
যদিও এ দিনের ভাষণে আগাগোড়াই নিজের সরকারের আমলের সাফল্যকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী৷ তার মধ্যে মেক ইন ইন্ডিয়া থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা উন্নতি, বন্দে ভারত ট্রেন চালানো থেকে সামরিক শক্তি বৃদ্ধি, সবেরই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী৷ উঠে এসেছে আত্মনির্ভর ভারতের কথা৷ কর্মসংস্থানের ক্ষেত্রেও তাঁর সরকারের আমলে যুব সমাজের জন্য নতুন দ্বার খুলে গিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী৷ এ কথা জানাতে ভোলেননি, তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্বাধীনতার পরে জন্মেও দেশ সেবার সুযোগ পেয়েছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।