Abhishek Banerjee: 'সত্যিই কি অমৃত কালে বাস করছি?' নাম না করেই মোদি সরকারকে কটাক্ষ অভিষেকের

Last Updated:

বিভাজনকামী রাজনীতির বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর জন্য যুব সমাজকে ডাক দিয়েছেন অভিষেক৷ নিজের বক্তব্যের আগাগোড়াই নাম না করে বিজেপি-কেই আক্রমণ করেন তৃণমূল সাংসদ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: স্বাধীনতা দিবসের আগের রাতে সোশ্যাল মিিডয়ায় বক্তব্য রাখতে গিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারকেই আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব পালনের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ মোদি সরকারের কর্মসূচিকে কটাক্ষ করে অভিষেকের প্রশ্ন, 'সত্যিই কি আমরা অমৃত কালের মধ্যে রয়েছে? গান্ধিজি কি এই অমৃত কালেরই স্বপ্ন দেখেছিলেন?'
পাশাপাশি, বিভাজনকামী রাজনীতির বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর জন্য যুব সমাজকে ডাক দিয়েছেন অভিষেক৷ নিজের বক্তব্যের আগাগোড়াই নাম না করে বিজেপি-কেই আক্রমণ করেন তৃণমূল সাংসদ৷
advertisement
অভিষেকের প্রশ্ন, 'প্রাসাদে বসে কি কেউ ঠিক করে দেবে কে কী খাবে, কী পরবে, কোথায় কাজ করবে, কাকে ভালবাসব? এই বিভেদকামী শক্তি থেকে দেশকে বাঁচানোর শপথ নেওয়ার সময় এসে গিয়েছে৷ আরও পাঁচ- সাত বছর অপেক্ষা করলে চলবে না৷ অন্যরা কে কী করল না ভেবে নিজে কী করছেন ভাবুন৷ এই বিভেদকামী শক্তিকে আটকাতে নিজের এক শতাংশ করণীয় থাকলেও আপনি তা করছেন কি না ভেবে দেখুন৷ শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে আমাদের এই বৈচিত্রময় সমাজকে রক্ষা করতেই হবে৷ এটাই হোক আজকের শপথ৷' অভিষেক আরও বলেন, 'এমন একটা দেশ গড়ার চিন্তা করি যেখানে নাগরিকরা তাদের জীবনের মানোন্নয়নের জন্য জীবন দেবে , বিদেশি প্রভুদের খুশি করার জন্য না।'
advertisement
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এ বছরই প্রথম স্বাধীনতা দিবসের আগে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখলেন অভিষেক৷ রবিবার রাত ১২টায় বক্তব্য রাখতে শুরু করেন তিনি৷ দেশের অন্যান্য রাজ্যেও তৃণমূলকে ছড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন অভিষেক৷ সেকথা মাথায় রেখেই স্বাধীনতা দিবস উপলক্ষে এই বক্তব্যও ইংরেজিতেই রাখেন তৃণমূল সাংসদ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: 'সত্যিই কি অমৃত কালে বাস করছি?' নাম না করেই মোদি সরকারকে কটাক্ষ অভিষেকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement