TRENDING:

PM Modi in Gujarat: জামনগরে মোদি, প্রধানমন্ত্রীর এই তিন দিনের গুজরাত সফরে কী কী কর্মসূচি রয়েছে? দেখে নিন

Last Updated:

PM Modi’s agenda for his 3-day Gujarat visit: মোদি গুজরাতের জুনাগড় জেলার সাসানেও যাবেন, যেখানে গির জাতীয় উদ্যানের সদর দফতর রয়েছে। আগামিকাল, সোমবার তিনি গির জেলার সোমনাথে পৌঁছে সেখানকার সোমনাথ মহাদেব মন্দিরে প্রার্থনা করবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গতকাল শনিবার সন্ধ্যাতেই তিন দিনের সফরে গুজরাতে পৌঁছে গিয়েছেন। প্রধানমন্ত্রী এদিন রাতে জামনগরের সার্কিট হাউসেই ছিলেন। এই সফরে তিনি জামনগরের বনতারা প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র, সাসান গির জাতীয় উদ্যান এবং সোমনাথ মহাদেব মন্দির পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর এই তিন দিনের গুজরাত সফরে কী কী কর্মসূচি রয়েছে? (Photo: ANI)
প্রধানমন্ত্রীর এই তিন দিনের গুজরাত সফরে কী কী কর্মসূচি রয়েছে? (Photo: ANI)
advertisement

গুজরাতের জুনাগড় জেলার সাসানেও যাবেন মোদি ৷ যেখানে গির জাতীয় উদ্যানের সদর দফতর রয়েছে। আগামিকাল, সোমবার তিনি গির জেলার সোমনাথে পৌঁছে সেখানকার সোমনাথ মহাদেব মন্দিরে প্রার্থনা করবেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর তিন দিনের গুজরাত সফরে রয়েছে বেশ কিছু কর্মসূচি ৷

আরও পড়ুন– বিশ্বে বিজ্ঞান-প্রযুক্তিতে সবার আগে রয়েছে এই দেশটি, অথচ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে এর অস্তিত্ব ! যার কারণ শুনলে অবাক হবেন আপনিও

advertisement

সাসান গির জাতীয় উদ্যানে যাবেন প্রধানমন্ত্রী মোদি ৷ যেখানে এশিয়াটিক সিংহের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল রয়েছে। এই সফরে তিনি গিরে একটি জঙ্গল সাফারি উপভোগ করবেন এবং বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আলোচনার জন্য NWL-এর বৈঠকের নেতৃত্ব দেবেন।

জামনগরে শনিবার প্রধানমন্ত্রীর গাড়ি কনভয় বিমানবন্দর থেকে সার্কিট হাউসে যাওয়ার পথে রাস্তার দুপাশে বহু মানুষ উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে ৷

advertisement

আরও পড়ুন– অন ডিউটি রিলস, ইউনিফর্ম পরে নাচাগানা! সাসপেন্ড মহিলা সাব ইন্সপেক্টর, হইচই বিহারে

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজো নয়, বর্ধমানের 'এই' গ্রামে কালীপুজোই আসল! দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ
আরও দেখুন

প্রধানমন্ত্রী মোদির এই সফর গুজরাতের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে গুজরাতের উন্নয়নে বড় ভূমিকা পালন করেছেন। এই সফরে তিনি বন্যপ্রাণী সংরক্ষণ এবং ধর্মীয় ঐতিহ্যের প্রতি তাঁর প্রতিশ্রুতি প্রকাশ করবেন। বনতারা পরিদর্শন এবং গির জাতীয় উদ্যানে সাফারি তাঁর পরিবেশ সংরক্ষণের প্রতি আগ্রহের প্রতিফলন। সোমনাথ মন্দিরে প্রার্থনা এবং ট্রাস্টের বৈঠক তাঁর ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi in Gujarat: জামনগরে মোদি, প্রধানমন্ত্রীর এই তিন দিনের গুজরাত সফরে কী কী কর্মসূচি রয়েছে? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল