TRENDING:

এবার চিনকে টেক্কা দিতে পারে ভারত! আসছে গতিশক্তি প্ল্যান

Last Updated:

'PM Gati Shakti' plan can snatch away factories from China : আগামী দিনে একাধিক কোম্পানি চিন ছেড়ে ভারতে আসতে চলেছে এমনই অনুমান করছে কেন্দ্রীয় সরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : ভারতে বিদেশি বিনিয়োগের বাড়ানোর জন্য একাধিক পরিকল্পনা নিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ এবার ভারতের অর্থনৈতিক পরিকাঠামোয় উন্নতি আনতে  কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে পি এম গতিশক্তি প্ল্যান ৷ এই প্ল্যানে সহজেই বিভিন্ন বিদেশি কোম্পানি  ভারতে বিনিয়োগ করতে পারবে ৷ ভারত সরকারের  নতুন   পি এম গতিশক্তি প্ল্যান মজবুত করতে পারে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো ৷ এই পরিকল্পনার ফলে  বাণিজ্যিক দিক থেকে চিনকেও ছাপিয়ে যেতে পারে ভারত ৷
advertisement

এই নতুন পরিকল্পনার ফলে চিন থেকে বেরিয়ে ভারতে বিনিয়োগ করতে পারবে বহু বিদেশি কোম্পানি ৷ পি এম গতিশক্তির  ফলে দ্রুত কারখানা ও প্রজেক্ট তৈরি করা সম্ভব হবে ৷ কম সময়তেই একাধিক বিনিয়োগ করার ছাড়পত্র মিলবে ৷ বিনিয়োগের জন্য আবেদন করতে আর একাধিক মন্ত্রকের কাছে যেতে হবে না ৷

আরও পড়ুন : তোতলামি করায় বিপত্তি, ছুড়ির কোপে খুন হল এক দশম শ্রেনীর পড়ুয়া

advertisement

এই পরিকল্পনায়,  একটি বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে যার মধ্যে ১৬টি মন্ত্রক একসঙ্গে যুক্ত থাকবে ৷ এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনও মন্ত্রকে আবেদন করা যাবে ৷ ফলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি সংস্থাগুলি লগ্লির জন্য সহজে আবেদন করতে পারবে ৷ এবং খুব কম সময়ে প্রক্রিয়াটি সম্পূর্ণও হতে পারবে ৷ যার ফলে বিদেশি কোম্পানিগুলি যারা চিন ছেড়ে বেরোতে চাইছে তারা ভারতে এসে কোম্পানি স্থাপন করাতে উৎসাহী হবে ৷ এতদিন পর্যন্ত ভারতে লগ্নী করতে একটা দীর্ঘ সময়ে  অপেক্ষা করতে হত যার দরুণ একাধিক বিদেশি সংস্থা বিনিয়োগ করতে আগ্রহ দেখাত না ৷

advertisement

আরও পড়ুন : চিন, পাকিস্তানের আর রক্ষে নেই! ভারতীয় বায়ু সেনার হাতে এল 'প্রচণ্ড'

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পি এম গতিশক্তির জন্য সরকার প্রায়  ১০০ লক্ষ কোটি টাকা খরচ করতে চলেছে ৷ ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী পরিকল্পনাটি অত্যন্ত কার্যকারী হতে পারে বলে মনে করা যাচ্ছে ৷ আগামী দিনে একাধিক কোম্পানি চিন ছেড়ে ভারতে আসতে চলেছে এমনই অনুমান করছে কেন্দ্রীয় সরকার ৷ যার ফলে চিনকে বাণিজ্য ও অর্থনৈতিক দিক থেকে   টেক্কা দিতে পারে ভারত ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এবার চিনকে টেক্কা দিতে পারে ভারত! আসছে গতিশক্তি প্ল্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল