চিন, পাকিস্তানের আর রক্ষে নেই! ভারতীয় বায়ু সেনার হাতে এল 'প্রচণ্ড'

Last Updated:
Light Combat Chopper 'Prachand': চিনের দাদাগিরি, পাকিস্তানের চোরাগোপ্তা হামলা, সব সামলে দেবে ভারতীয় বায়ু সেনার এই হেলিকপ্টার।
1/6
চিনের দাদাগিরি হোক বা পাকিস্তানের চোরাগোপ্তা হামলা! সব কিছুর জবাব দিতে প্রস্তুত প্রচণ্ড। ভারতীয় বায়ু সেনার হাতে এল এই ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’।
চিনের দাদাগিরি হোক বা পাকিস্তানের চোরাগোপ্তা হামলা! সব কিছুর জবাব দিতে প্রস্তুত প্রচণ্ড। ভারতীয় বায়ু সেনার হাতে এল এই ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’।
advertisement
2/6
হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড-এ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হল এই হেলিকপ্টার। মূলত হিমালয়ের পার্বত্য ও দুর্গম এলাকার কথা মাথায় রেখে এটি তৈরি।
হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড-এ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হল এই হেলিকপ্টার। মূলত হিমালয়ের পার্বত্য ও দুর্গম এলাকার কথা মাথায় রেখে এটি তৈরি।
advertisement
3/6
এই লাইট কমব্যাট হেলিকপ্টার এদিন রাজস্থানের যোধপুরে আনুষ্ঠানিকভাবে বায়ু সেনায় অন্তর্ভুক্ত করা হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ছাড়াও ছিলেন এয়ার চিফ মার্শাল ভিআর চৌধরি।
এই লাইট কমব্যাট হেলিকপ্টার এদিন রাজস্থানের যোধপুরে আনুষ্ঠানিকভাবে বায়ু সেনায় অন্তর্ভুক্ত করা হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ছাড়াও ছিলেন এয়ার চিফ মার্শাল ভিআর চৌধরি।
advertisement
4/6
প্রতিরক্ষা উৎপাদনে জোর দিয়েছে ভারত। প্রচণ্ড যেন সেই বার্তাই পৌঁছে দিল গোটা বিশ্বের কাছে।
প্রতিরক্ষা উৎপাদনে জোর দিয়েছে ভারত। প্রচণ্ড যেন সেই বার্তাই পৌঁছে দিল গোটা বিশ্বের কাছে।
advertisement
5/6
রাজনাথ সিং এদিন বলেন, কার্গিল যুদ্ধের সময় আমরা লাইট কমব্যাট হেলিকপ্টারের অভাব বোধ করেছিলাম। সেই অভাব পূরণ হল। আজকের এই দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
রাজনাথ সিং এদিন বলেন, কার্গিল যুদ্ধের সময় আমরা লাইট কমব্যাট হেলিকপ্টারের অভাব বোধ করেছিলাম। সেই অভাব পূরণ হল। আজকের এই দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
advertisement
6/6
৫.৮ টনের এই হেলিকপ্টারে দুট ইঞ্জিন। শত্রুর ড্রোন ধ্বংস করতেও এই হেলিকপ্টার কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। দুর্গম এলাকাতেও এই হেলিকপ্টার অব্যর্থ নিশানায় আঘাত করতে পারবে।
৫.৮ টনের এই হেলিকপ্টারে দুট ইঞ্জিন। শত্রুর ড্রোন ধ্বংস করতেও এই হেলিকপ্টার কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। দুর্গম এলাকাতেও এই হেলিকপ্টার অব্যর্থ নিশানায় আঘাত করতে পারবে।
advertisement
advertisement
advertisement