শ্রীজার সাফল্য শেয়ার করে বরুণ লিখেছেন " ত্যাগ ও সমর্পণের অদ্ভুত কাহিনি ! মায়ের ছায়া সরে যাওয়ার পর যে শিশুর পাশ থেকে বাবা সরে যায়, সে তার দাদু দিদার বাড়িতে পরিশ্রমের তুঙ্গে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে ৷ এই কন্যার দশম শ্রেণীর পরীক্ষায় ৯৯.৪ শতাংশ নম্বর পাওয়ার অর্থ হল কোনও প্রতিবন্ধকতাই প্রতিভার বিকাশপথকে রুদ্ধ করতে পারে না ৷ " মেধাবী শ্রীজাকে সাহায্য করতে পারলে তাঁর ভাল লাগবে বলে লিখেছেন বরুণ ৷
advertisement
আরও পড়ুন : লোকাল ট্রেনের কামরা থেকে যাতে টিভি খোয়া না যায়, বিশেষ নজরদারি পূর্ব রেলের
সংবাদমাধ্যমকে বৃদ্ধা জানিয়েছেন তাঁর মেয়ের মৃত্যুর পর নাতনিকে রেখে জামাই চলে যায় ৷ তার পর থেকে তাঁরা আর কোনওদিন জামাইয়ের মুখ দেখেননি ৷ আনন্দের মুহূর্তে গর্বিত দিদিমার গলায় শ্লেষ ঝরে পড়ছে ৷ তিনি বলেছেন, তাঁর জামাই আবার বিয়ে করেছেন ৷ তবে বোর্ড পরীক্ষার এই ফলাফল দেখার পর নিশ্চয়ই কৃতকর্মের জন্য তাঁর অনুশোচনা হচ্ছে ৷
আরও পড়ুন : বিদেশে না গিয়েও আক্রান্ত দিল্লির যুবক, মাঙ্কিপক্স নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ
আরও পড়ুন : দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষায় ১০০% নম্বর মেয়ের! মায়ের মুখ উদ্বেগে কালো
সমাজ মাধ্যমে নেটিজেনরা আপ্লুত শ্রীজার এই সাফল্যে ৷ তাঁরা অভিনন্দন জানিয়েছেন কিশোরী এবং তাঁর দাদু দিদিমাকে৷ তাঁদের কথায়, শ্রীজা তাঁর দাদু দিদিমার মুখ উজ্জ্বল করেছে ৷ এবং ভবিষ্যতেও তিনি তাঁদের গর্বিত করবেন ৷ আশা নেটাগরিকদের ৷ ডিএভি স্কুলরে ছাত্রী সৃজা আপাতত বিভোর বড় হয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে ৷