TRENDING:

Partha Chatterjee reaches Bhubaneswar: ভুবনেশ্বর পৌঁছলেন পার্থ, নিয়ে যাওয়া হচ্ছে এইমসে! তৈরি চিকিৎসকদের বিশেষ দল

Last Updated:

পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার জন্য গতকাল রাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভুবনেশ্বর: ভুবনেশ্বরে বিমানবন্দরে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়৷ কলকাতা থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয় রাজ্যের শিল্প মন্ত্রীকে৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ভুবনেশ্বরের এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷ বিমানবন্দর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে এইমসে নিয়ে যাওয়ার জন্য আগে ভাগেই প্রস্তুত ছিল অ্যাম্বুল্যান্স এবং পুলিশের কনভয়৷ ছিলেন ইডি আধিকারিকরাও৷
এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর পৌঁছলেন পার্থ৷
এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর পৌঁছলেন পার্থ৷
advertisement

বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমস-এর দূরত্ব দশ কিলোমিটার মতো৷ যে পথ দিয়ে পার্থকে নিয়ে যাওয়া হবে, সেই রাস্তায় যাতে যানজট না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ওড়িশা পুলিশও৷

আরও পড়ুন: এসএসকেএমে ইডি-র আপত্তি, কল্যাণীতে এইমস থাকলেও ভুবনেশ্বরেই যেতে হল পার্থকে

পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার জন্য গতকাল রাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ কারণ এসএসকেএম হাসপাতালের চিকিৎসা পদ্ধতির উপরে আস্থা রাখতে পারেনি ইডি৷ তাঁদের অভিযোগ ছিল, রাজ্যের মন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের উপরে প্রভাব খাটিয়ে তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে পারেন৷ এড়াতে পারেন ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদও৷

advertisement

আরও পড়ুন: টিকলো না প্রতিরোধ, শেষেমেষ হাউহাউ করে কেঁদে ফেললেন অর্পিতা, ভেঙে পড়লেন তাসের ঘরের মতো...

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ বিকেল তিনটের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট ইডির তদন্তকারী অফিসার, মন্ত্রীর আইনজীবী এবং চিকিৎসকের হাতে তুলে দিতে হবে৷ সেই রিপোর্ট জমা দিতে হবে ইডি-র বিশেষ আদালতে৷ তার পরেই পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা কোথায় হবে, তা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে আদালত৷

advertisement

এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হয় পার্থকে৷  সকাল ৮.৩৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে পার্থকে নিয়ে ভুবনেশ্বরের উদ্দেশ্যে উড়ে যায় এয়ার অ্যাম্বুল্যান্স৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য ভুবনেশ্বরের এইমস-এ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তৈরি রাখা হয়েছে৷ নেফ্রলজিস্ট, কার্ডিওলজিস্ট সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকে সেখানে প্রস্তুত রাখা হয়েছে বলে খবর৷ আজ বিকেলে ভুবনেশ্বর থেকেই ভার্চুয়াল মাধ্যমে কলকাতায় ইডি-র বিশেষ আদালতের শুনানিতে হাজিরা দিতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Partha Chatterjee reaches Bhubaneswar: ভুবনেশ্বর পৌঁছলেন পার্থ, নিয়ে যাওয়া হচ্ছে এইমসে! তৈরি চিকিৎসকদের বিশেষ দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল