TRENDING:

Parliament Winter Session: পোষ্য কুকুরকে সংসদ ভবন চত্বরে এলেন কংগ্রেস সাংসদ, রেণুকা চৌধুরীর মন্তব্যে জোর বিতর্ক! ‘ক্ষমা চান,’ দাবি বিজেপির

Last Updated:

কংগ্রেস সাংসদের দাবি, কুকুররা একেবারেই হিংস্র নয়৷ আর তাঁর পোষ্য শুধু তাঁর গাড়ির ভিতরে তাঁকে সঙ্গ দিতে এসেছিল৷ এরপরেই কংগ্রেস সাংসদের কটাক্ষ, ‘‘আসলে যাঁরা সত্যিই কামড়ায় তাঁরা ভিতরে রয়েছে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আজ, সোমবার থেকে শুরু হল লোকসভার শীতকালীন অধিবেশন৷ দিনভর যা উত্তপ্ত থাকল বিরোধীদের এসআইআর বিরোধী বিক্ষোভে৷ কিন্তু এর মাঝেই তৈরি হল নতুন বিতর্ক৷ কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী নিজের পোষ্য কুকুর কে নিয়ে এলেন সংসদে৷ যা নিয়ে তাঁর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদেরা৷
News18
News18
advertisement

কংগ্রেস সাংসদ রেণুকাকে যখন তাঁর পোষ্যকে সংসদে আনার বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার পশু পছন্দ করে না৷ কী ক্ষতি আছে, যদি একটা ছোট্ট, নিষ্পাপ পশুকে ভিতরে আনা হয়৷’’

আরও পড়ুন : এসএসসি-র শিক্ষাকর্মী নিয়োগে সুখবর! আবেদনের সময়সীমা বাড়ল আরও ৫ দিন, জেনে নিন কবে লাস্ট ডেট

advertisement

কংগ্রেস সাংসদের দাবি, কুকুররা একেবারেই হিংস্র নয়৷ আর তাঁর পোষ্য শুধু তাঁর গাড়ির ভিতরে তাঁকে সঙ্গ দিতে এসেছিল৷ এরপরেই কংগ্রেস সাংসদের কটাক্ষ, ‘‘আসলে যাঁরা সত্যিই কামড়ায় তাঁরা ভিতরে রয়েছে৷’’

এদিকে কংগ্রেস সাংসদের এই কাজের তীব্র সমালোচনা করেছেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল৷ তিনি বলেন, ‘‘রেণুকা চৌধুরী একটা কুকুর নিয়ে সংসদে এসেছেন৷ তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার৷ ক্ষমতা থাকলেই তার অপব্যবহার তিনি করতে পারেন না৷’’

advertisement

পরে বিজেপি মুখপাত্র শেহজাদ পুণাওয়ালাও সংসদ চত্বরে রেণুকা চৌধুরীর কুকুর আনা নিয়ে তাঁর কাছ থেকে ক্ষমাপ্রার্থনা দাবি করেন৷

আরও পড়ুন : নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ ২৬৯ ‘অযোগ্য’! সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ফের ঝারাই-বাছাই শুরু

শেহজাদ বলেন, ‘‘তিনি (রেণুকা চৌধুরী) সংসদে একটি কুকুর নিয়ে এসেছিলেন, এবং যখন তাঁকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন যে যাঁরা কামড়ায় তাঁরা ভিতরে থাকে। তার মানে সংসদ, সংসদীয় কর্মী, সাংসদরা, তাঁর মতে কুকুর। অতীতে, অপারেশন মহাদেব এবং অপারেশন সিন্দুর নিয়ে উপহাস করার সময় তিনি আমাদের জওয়ানদের অপমান করেছেন।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এশিয়া কাপে ভারতের নায়ক বসিরহাটের ছেলে! বাড়ি ফিরতেই সংবর্ধনায় ভাসলেন রাজরূপ
আরও দেখুন

যদিও সংসদীয় নিরাপত্তরক্ষীরা জানিয়েছেন, এক্ষেত্রে কোনও নিয়ম লঙ্ঘন করেননি কংগ্রেস সাংসদ৷ কারণ, গাড়়ি থেকে এমন কেউ বের হননি, যাঁর বের হওয়া সংসদ চত্বরে অননুমোদিত৷

বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Winter Session: পোষ্য কুকুরকে সংসদ ভবন চত্বরে এলেন কংগ্রেস সাংসদ, রেণুকা চৌধুরীর মন্তব্যে জোর বিতর্ক! ‘ক্ষমা চান,’ দাবি বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল