কিন্তু সেই পথ থেকে এবার নতুন রাস্তায় হাঁটতে শুরু করেছে দলীয় নেতৃত্ব। অর্থ সংগ্রহের জন্য কিউআর কোড চালু করল সিপিএম। এর আগে লোকসভা বিধানসভা নির্বাচনে এই পদ্ধতি ব্যবহার করা হলেও পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার এই পথে হাঁটলো দল। সিপিএমের বাঁকুড়া-সহ বেশ কয়েকটি জেলা কমিটির পক্ষ থেকে এই কিউআর কোড চালু করা হয়েছে।
advertisement
আরও পড়ুন- মেয়াদ বাড়ল মুখ্যসচিবের, আরও ৬ মাস থাকছেন হরিকৃষ্ণ দ্বিবেদী
আরও পড়ুন- অবশেষে ইডি দফতরে হাজিরা সায়নী ঘোষের, পৌঁছেই কী বললেন যুবনেত্রী?
সিপিএমের রাজ্য কমিটির এক সদস্যের কথায়, “সময় বদলেছে। তাই সময়ের সঙ্গে দলকে চলতে হবে। আধুনিক যে পদ্ধতিগুলো এসেছে তার সুবিধাও নিতে হবে। দলের অনেক কর্মী সমর্থক কর্মসূত্রে ভিন রাজ্যে বা বিদেশে বসবাস করে। এই পদ্ধতিতে তাঁরা অর্থ সাহায্য করতে পারবেন। ব্যস্ত থাকায় যাঁরা আসতে পারেন না, তাঁরাও দলকে সাহায্য করতে পারবেন। অনেক সময় অনেক মানুষ যারা প্রকাশ্যে দলকে সাহায্য করতে পারে না শাসকদলের সন্ত্রাসের ভয়ে, তাঁদেরও সুবিধা হবে। এই পদ্ধতি ব্যবহার করে ভাল সাড়া পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এরকম আধুনিক পদ্ধতি আরও বেশি বেশি করে ব্যবহার করতে হবে। তবে পুরনো পদ্ধতিতেও অর্থ সংগ্রহ করা হবে। ” পাশাপাশি অর্থ সংগ্রহ নিয়ে শাসকদলকে তোপ দেগেছেন তিনি।