গত মঙ্গলবার রাত ১টার পর থেকে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারত৷ অপারেশনের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’৷
গত মঙ্গলবারই বেলার দিকে নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে অপারেশন সিঁদুরের কার্য কারণ ব্যাখ্যা করা হয় ভারতের তরফে৷ জানানো হয়, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রতিশোধ হিসাবেই এই প্রত্যাঘাত বলে দাবি করা হয় দিল্লির তরফে৷
advertisement
আরও পড়ুন: অপারেশন সিঁদুর কে কন্ট্রোল করল জানেন? মোদির বড় ভরসা, ‘এঁর’ হাত ধরেই পাকিস্তানে চলল হামলা
ঘটনার পরেই গত বুধবার টিআরটি ওয়ার্ল্ড নামে একটি সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইসহাক দার দাবি করেন, অপারেশন সিঁদুরের পরেই ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা আইএসআই প্রধান অসীম মালিক৷ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবেই ডোভালের সঙ্গে কথা বলেছেন জেনারেল মুহম্মদ অসীম মালিক৷
দার নিজেই জানিয়েছেন, যে এনএসএ স্তরে কথা হয়েছে দু’দেশের৷ তাঁর আশা, এই কথোপকথনে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে টেনশন কিছুটা হলেও কমতে পারে৷ পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরে দু’দেশের কারও মধ্যে কথা হয়নি বলেই সূত্রের খবর৷ এমন ঘটনা সাম্প্রতিক কালে প্রথম৷
আরও পড়ুন: ‘বন্ধু’ পাকিস্তানে ঢুকে হামলা ভারতের! অবশেষে এল চিনের প্রতিক্রিয়া, কী বলল বেজিং?
তবে দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা জানা যায়নি৷ যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গত বুধবারই হুঁশিয়ারি দিয়েছেন, ভারতের এই হামলার যোগ্য জবাব দেবে পাকিস্তান৷ পাকিস্তানের সেনাপ্রধান মুনিরকে এ নিয়ে সম্পূর্ণ ছাড় দিয়ে দিয়েছেন তিনি৷ তিনি বলেছেন, ভারত তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তারা এর জবাব অবশ্যই দেবে৷