TRENDING:

পাকিস্তানের হামলার পর দেশজুড়ে সতর্কতা! একাধিক শহরে ব্ল্যাকআউট, আলো নিভল ডালহৌসিরও!

Last Updated:

জম্মুতে পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলার পর ডালহৌসি, ভুজ, বরমের-সহ একাধিক শহরে সম্পূর্ণ ব্ল্যাকআউট জারি। সীমান্তে সেনার কড়া নজরদারি, দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: জম্মুতে পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলার পরে গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। সীমান্তবর্তী এলাকায় লাগাতার টহল দিচ্ছে সেনা। একের পর এক শহরে জারি করা হয়েছে সম্পূর্ণ ব্ল্যাকআউট। হিমাচল প্রদেশের ডালহৌসি, রাজস্থানের বরমের, জয়সলমের, বিকানের, জোধপুর, শ্রীগঙ্গানগর, গুজরাটের ভুজ, কাশ্মীরের শ্রীনগর এবং চণ্ডীগড়-সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
দেশজুড়ে সতর্কতা! ডালহৌসি, ভুজ, বরমের-সহ একাধিক শহরে সম্পূর্ণ ব্ল্যাকআউট
দেশজুড়ে সতর্কতা! ডালহৌসি, ভুজ, বরমের-সহ একাধিক শহরে সম্পূর্ণ ব্ল্যাকআউট
advertisement

প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের হামলার পরে ভারতের বহু সেনা ঘাঁটিকে টার্গেট করার পরিকল্পনা ছিল। এই পরিস্থিতিতে আকাশপথে যে কোনও ধরনের চোরাগোপ্তা আক্রমণ রুখতে দেশের বেশ কিছু এলাকায় সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যাতে কোনওভাবে পাকিস্তান ড্রোন বা গাইডেড মিসাইল টার্গেটিং না করতে পারে।

আমায় মেরেছে…’ AC কামরায় বার্থে শুয়েছিলেন যাত্রী, হঠাৎ খাবার আসতেই এ কী!… টেনে নামালেন প্যান্ট্রিকারের কর্মীরা

advertisement

এই গাছ বিষধর সাপের জন্য ‘মৃত্যুর দূত’, ঘরেই তৈরি হবে প্রতিরক্ষা কবচ… কেউটে সাপও কাঁপবে!

পাশাপাশি দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও জম্মুতে রেল ও বিমান পরিষেবায় আংশিক প্রভাব পড়েছে। কিছু জায়গায় বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জম্মুর বিভিন্ন এলাকাতে সাধারণ মানুষকে ঘর থেকে না বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা ব্যতীত সব ধরনের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

advertisement

ডাক্তার হওয়ার স্বপ্ন? MBBS লাগবে না! এই ৫টি ‘ইউনিক’ মেডিক্যাল কোর্স করলে চিকিৎসকের মতোই ‘মূল্য’ পাবেন

চণ্ডীগড় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার একাধিক ফাইটার জেট এবং সার্ভেইলেন্স ড্রোন আকাশে মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের আধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যেই আটটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এবং আরও যেকোনও আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

advertisement

উত্তর ও পশ্চিম সীমান্ত ঘিরে ভারতীয় সেনার কড়া নজরদারি চলেছে। রাজস্থান সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে সেনা চপার এবং বিশেষ রাডার টিম মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে সম্ভাব্য গুজবের বিরুদ্ধে। সেনার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনও তথ্য যাচাই না করে ছড়ানো বা বিশ্বাস না করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে।

advertisement

এই ঘটনার প্রেক্ষিতে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছে প্রতিরক্ষা, স্বরাষ্ট্রমন্ত্রক এবং কৌশলগত নিরাপত্তা সংক্রান্ত সংস্থাগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জরুরি কোর গ্রুপ মিটিং হয় রাতে। সীমান্তে ভারতীয় প্রতিক্রিয়া কী হতে পারে, তা নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে আলোচনার সূত্রপাত হয়েছে।

বৈঠকের পর এক প্রতিরক্ষা কর্তা বলেন, “এটি শুধু সামরিক নয়, কূটনৈতিক বার্তাও বয়ে আনে। ভারতের প্রতিরক্ষা সম্পূর্ণ প্রস্তুত। তবে পাকিস্তান এই ধরণের উস্কানিমূলক পদক্ষেপ নিলে তার পরিণতি অত্যন্ত গুরুতর হবে।”

সেরা ভিডিও

আরও দেখুন
পটাশপুরে ৪ দিনের জমাটি ক্রিকেট টুর্নামেন্ট! ব্যাট-বলের লড়াই দেখতে জনসমুদ্র
আরও দেখুন

সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। একাংশ মনে করছেন, পরিস্থিতি সীমান্ত-সংঘাতের থেকেও বড় কিছু ইঙ্গিত দিচ্ছে। তবে সরকারি তরফে বারবার বলা হচ্ছে, দেশ সজাগ, সুরক্ষিত, এবং প্রতিটি হামলা প্রতিহত করার ক্ষমতা ভারতের রয়েছে। 

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পাকিস্তানের হামলার পর দেশজুড়ে সতর্কতা! একাধিক শহরে ব্ল্যাকআউট, আলো নিভল ডালহৌসিরও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল