'আমায় মেরেছে...' AC কামরায় বার্থে শুয়েছিলেন যাত্রী, হঠাৎ খাবার আসতেই এ কী!... টেনে নামালেন প্যান্ট্রিকারের কর্মীরা
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railway News: ট্রেনে লাগেজ ও খাবারের অতিরিক্ত দাম নেওয়া নিয়ে যাত্রীদের অভিযোগ প্রায়শই উঠে আসে। সাধারণত এমন অভিযোগ পেলে রেল দফতর ব্যবস্থা নেয়। তবে এবার যা ঘটেছে, তা রীতিমতো রোমহর্ষক।
রাত তখন গভীর। ট্রেন ছুটে চলেছে অন্ধকার চিরে। তৃতীয় শ্রেণির এসিতে একটি বার্থে শুয়ে ছিলেন এক যাত্রী। অভিযোগ করেছিলেন মাত্র ১০ টাকার বাড়তি দাম নেওয়ার বিরুদ্ধে। ভাবতেও পারেননি, সেই সামান্য প্রতিবাদই ডেকে আনবে ভয়ঙ্কর বিপদ। কিছুক্ষণের মধ্যেই প্যান্ট্রি কারের কয়েকজন কর্মী তাঁকে জোর করে উপর থেকে টেনে নামায়। তার পর... যা ঘটল, তা দেখে শিউরে উঠছে গোটা দেশ। (Representative Image: AI)
advertisement
একটি মোবাইল ভিডিও। প্রায় ৪ মিনিট ২৪ সেকেন্ড দীর্ঘ। সেই ভিডিওয় উঠে এসেছে এক ভয়ঙ্কর দৃশ্য—রেলের মধ্যে প্যান্ট্রি স্টাফের অমানবিকতা, দাদাগিরি আর নির্যাতনের মুখোমুখি এক সাধারণ যাত্রীর বাস্তব কাহিনি। Hemkunt Express ট্রেনের ৩AC কামরার মধ্যেই ঘটে গেল এই ঘটনা। IRCTC ওয়েবসাইটে অভিযোগ জানানোই তাঁর 'অপরাধ'। (Representative Image: AI)
advertisement
ট্রেনে লাগেজ ও খাবারের অতিরিক্ত দাম নেওয়া নিয়ে যাত্রীদের অভিযোগ প্রায়শই উঠে আসে। সাধারণত এমন অভিযোগ পেলে রেল দফতর ব্যবস্থা নেয়। তবে এবার যা ঘটেছে, তা রীতিমতো রোমহর্ষক। অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ করায় এক যাত্রীকে প্যান্ট্রি স্টাফ বেধড়ক মারধর করেছে—আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (Representative Image: AI)
advertisement
IRCTC সবসময় যাত্রীদের পাশে থাকার দাবি করে। কিন্তু কিছু প্যান্ট্রি স্টাফ বারবার সেই নিয়ম ভাঙে। এবার যেন সমস্ত সীমা অতিক্রম করেছে তারা। যোগনগর ঋষিকেশ ও মা বৈষ্ণো দেবী কাটরার মধ্যে চলা হেমকুণ্ট এক্সপ্রেসে (ট্রেন নম্বর ১৪৬০৯), এক যাত্রী অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ করলে তাঁকে উপর থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। এমনকি তাঁর জামাকাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়। (Representative Image: AI)
advertisement
প্রথমে ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের থার্ড এসিতে এক যাত্রী উপর বার্থে শুয়ে আছেন, আর প্যান্ট্রি কর্মীরা তাঁকে জোর করে নিচে নামানোর চেষ্টা করছে। এরপর ভিডিওতে যাত্রীটি প্রায় ৪ মিনিট ২৪ সেকেন্ড ধরে রেকর্ড করেন—যেখানে দেখা যাচ্ছে ট্রেনের ভিতরে অতিরিক্ত দামে জল, কফি ও নুডলস বিক্রি করা হচ্ছে। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement