TRENDING:

Padma Awards 2025: ঘোষিত পদ্ম পুরস্কার, পদ্মশ্রী প্রাপকদের তালিকায় ব্রাজিলের বেদান্ত দার্শনিক থেকে বিদেশি ট্র্যাভেল ব্লগার দম্পতি

Last Updated:

Padma Awards 2025: পদ্মশ্রীর পাশাপাশি ঘোষিত হবে পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ প্রাপকদের তালিকাও। শনিবারই পূর্ণ তালিকা ঘোষিত হবে বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : প্রজাতন্ত্র দিবসের আগের দিন, শনিবার সন্ধ্যায় ঘোষিত হল এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। ব্রাজিলের আধ্যাত্মিক গুরু তথা বেদান্ত দার্শনিক জোনাস ম্যাসেত্তি এ বার পদ্মশ্রী পেতে চলেছেন। তাঁর পাশাপাশি এই সন্মানে সম্মানিত হবেন ট্র্যাভেল ব্লগার দম্পতি হিউ এবং কলিন গ্যান্টজার। ভারতীয় প্রাচীন ঐতিহ্য নিয়ে লেখালেখি করেন তাঁরা। এছাড়াও আধ্যাত্মিক সঙ্গীতের গায়ক ভেরু সিং চৌহান, সাংবাদিক ভীম সিং ভবেশ, ঔপন্যাসিক জগদীশ যোশিলা, সার্ভিক্যাল ক্যানসার বিশেষজ্ঞ নীরজ ভাটলা, কুয়েতের যোগ বিশেষজ্ঞ এ জে এ আই সাবা-ও আছেন এই পদ্মশ্রী প্রাপকদের তালিকায়। পদ্মশ্রীর পাশাপাশি ঘোষিত হবে পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ প্রাপকদের তালিকাও। শনিবারই পূর্ণ তালিকা ঘোষিত হবে বলে জানা গিয়েছে।
ঘোষিত এ বছরের পদ্ম পুরস্কার
ঘোষিত এ বছরের পদ্ম পুরস্কার
advertisement

প্রসঙ্গত ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মানের মধ্যে অন্যতম হল পদ্মবিভূষণ,পদ্মভূষণ এবং পদ্মশ্রী। শিল্প, সমাজসেবা, জনসেবা, বিজ্ঞান, ইঞ্জিনায়িরিং, বাণিজ্য, শিল্প, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া এবং সিভিল সার্ভিসের ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়৷

আরও পড়ুন : যে পাঁচতারা হোটেলে পাহারাদার ছিলেন বাবা, সেখানেই তাঁকে ও মাকে ডিনারে ভূরিভোজ করালেন সফল ছেলে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

গত বছর পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় অন্যতম ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, অভিনেতা চিরঞ্জীবী এবং বৈজয়ন্তীমালা বালি, ভারতনাট্যম নৃত্যশিল্পী পদ্ম সুব্রমণিয়ম এবং সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি প্রয়াত এম ফতিমা বীভি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Padma Awards 2025: ঘোষিত পদ্ম পুরস্কার, পদ্মশ্রী প্রাপকদের তালিকায় ব্রাজিলের বেদান্ত দার্শনিক থেকে বিদেশি ট্র্যাভেল ব্লগার দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল