আরও পড়ুন- ২০১৭-র তুলনায় উত্তরপ্রদেশে এবছর হু হু করে কমল নির্বাচনী হিংসার ঘটনা: পুলিশ
৮ জানুয়ারি নির্বাচন (Assembly Election Result) ঘোষণার পর থেকে পঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুর থেকে মোট ৮৫,২৭,২২৭ লিটার মদ বাজেয়াপ্ত (Liquor Seized) করা হয়েছে। ৩৬.৭৯ কোটি টাকা মূল্যের ৫৯,৬৫,৪৯৬ লিটার মদ সহ তালিকায় শীর্ষে রয়েছে পঞ্জাব। উত্তরপ্রদেশে উদ্ধার হওয়া মদের মূল্য ৬২.১৩ কোটি টাকা, পরিমাণ ২২,৯৪,৬১৪ লিটার, উত্তরাখণ্ডে ৪.৭৯ কোটি টাকা মূল্যের ৯৭,১৭৬ লিটার, গোয়ায় ৩.৫৭ কোটি টাকার ৯৫,৪৪৬ লিটার এবং মণিপুর ৭৩ লাখ টাকা মূল্যের ৭৪,৪৯৫ লিটার মদ বাজেয়াপ্ত (Liquor Seized) হয়েছে।
advertisement
আরও পড়ুন- অন্যরা ভগবানের ভরসায় ছেড়েছে, কেবল ভারতই ইউক্রেন থেকে মানুষকে দেশে ফেরাচ্ছে: যোগী
পাঁচটি রাজ্য থেকে বাজেয়াপ্ত হওয়া ৫৭৫.৩৯ কোটি টাকার মাদকের মধ্যে পঞ্জাবে উদ্ধার হওয়া মাদকের মূল্য ৩৭৬.১৯ কোটি টাকা, তারপরেই রয়েছে মণিপুর (১৪৩.৭৮ কোটি টাকা), উত্তর প্রদেশ (৪৮.৪৮ কোটি টাকা), উত্তরাখণ্ড (৫.৬৬ কোটি টাকা) এবং গোয়া (১.২৮ কোটি টাকা)। পাঁচটি রাজ্য থেকে নির্বাচন কমিশন ১৫৪.৫২ কোটি নগদ টাকা, ১১৭.৪৪ কোটি টাকার মূল্যবান ধাতু এবং ১০৬.৫২ কোটি টাকার বিবিধ জিনিস বাজেয়াপ্ত করেছে।