রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কর্মীদের নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এয়ার ইন্ডিয়ার তরফে৷ চাকরিপ্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউতে ডাকা হয়েছিল৷ কিন্তু, দেখা যায় চাকরির জন্য হাজির হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হওয়ায় তাঁদের প্রত্যেককে বায়োডেটা জমা দিয়ে চলে যেতে বলা হয়৷
আরও পড়ুন: চার বিধায়কের শপথ! বিধানসভার সচিবালয় থেকে এবার চিঠি গেল রাজভবনে, তারপর…
advertisement
কিছুদিন আগেই চাকরিপ্রার্থীদের ভিড়ে রেলিং ভেঙে পড়ার মতো ঘটনা ঘটেছিল৷ ভাইরাল হয়েছিল ভিডিও৷ এদিন মুম্বইয়ের এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের ঘটনার ভিডিও-ও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই৷
মুম্বই কালিনা এলাকার ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে শুধু কালো কালো মাথা৷ জনপ্লাবন৷ ওয়াক ইন ইন্টারভিউয়ের জায়গায় এত ভিড় হয়েছে যে, আশপাশের এলাকার যাতায়াত ব্যবস্থা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে৷
এক চাকরিপ্রার্থীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মুম্বই উত্তর কেন্দ্রের সাংসদ বর্ষা গায়কোয়াড় বেকারত্ব নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের জোরাল সমালোচনা করেছেন৷ দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে রাজ্য ও কেন্দ্র উভয়ের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷
“ফাঁকা প্রতিশ্রুতি এবং মিথ্যা পরিসংখ্যান নয় বর্তমান যুবসমাজের প্রয়োজন কর্মসংস্থান। এই সরকার কবে দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হবে?’’, বলেছেন গায়কোয়াড়৷
এদিকে, মহারাষ্ট্রের বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার বলেছেন যে মুষ্টিমেয় চাকরির জন্য একটি বিশাল ভিড় দেশের বেকারত্ব পরিস্থিতির তীব্রতাকে চিত্রিত করে।