লাহৌর থেকে মাত্র ৪০৯ কিলোমিটার দূরে উড়ে গিয়ে পড়ল ভারতের মিসাইল৷ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা, তারই প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হল বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছে ভারত৷ ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঠিক ২ সপ্তাহ পরে হল প্রত্যাঘাত৷ অভিপ্রেতই ছিল, নিঃসন্দেহে৷ ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW এর কাছ থেকে ইনপুট আসছিল, চিহ্নিত করা হচ্ছিল পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক গজিয়ে ওঠা জঙ্গি ঘাঁটিগুলি৷ তারপর সবশেষে তৈরি হল ব্লু-প্রিন্ট৷ নিহত ভারতীয় সেনা ও পহেলগাঁওয়ে স্বামীহারাদের প্রতিশোধ হিসাবেই মঙ্গলের গভীর রাতে লঞ্চ করা হল ‘অপারেশন সিঁদুর’৷
advertisement
আরও পড়ুন: ‘বন্ধু’ পাকিস্তানে ঢুকে হামলা ভারতের! অবশেষে এল চিনের প্রতিক্রিয়া, কী বলল বেজিং?
সূত্রের খবর, এই হামলার গোটা পরিকল্পনাটাই সাজিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম বিশ্বস্ত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ পাকিস্তানে হামলা চালানোর গোটা সময়টা জেগেছিলেন মোদি৷ আর তাঁকে পুঙ্খানুপুঙ্খ খবরাখবর দিয়ে যাচ্ছিলেন তিনি৷ সূত্রের খবর, অজিত ডোভালকে ‘অপারেশন সিঁদুর’ চালানোর সবুজ সঙ্কেত দিয়েছিলেন স্বয়ং মোদি৷
জানা গিয়েছে, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি রয়েছে, তা বুঝতে National Technical Research Organisation (NTRO) -এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷ এছাড়া, RAW এর তথ্য তো ছিলই৷ এরপর প্রতিটি ঘাঁটিতেই আলাদা করে নজর রেখেছিল ভারত৷ তারপরে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা নেওয়া হয়৷
সূত্রের খবর, কী ভাবে অপারেশন সিঁদুর এক্সিজিকিউট করা হবে তা ঠিক করে দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ সব কিছু ঠিক হওয়ার পরে গোটা বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ এই অপারেশনের কথা হাতে গোনা লোকই জানত, একটা কন্ট্রোল রুমও তৈরি করা হয়েছিল এর জন্য৷
জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। ‘সিঁদুর’ শব্দটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে গভীর তাৎপর্য বহন করে। হিন্দু ঐতিহ্যে সিঁদুর বিবাহিত নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক। এটি রক্তের সঙ্গেও যুক্ত, যা সাহস, ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। সামরিক বিশ্লেষকদের মতে, ‘অপারেশন সিঁদুর’ নামকরণের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার প্রতি তাদের অটল প্রতিশ্রুতি প্রকাশ করেছে।