TRENDING:

Operation Sindoor: অপারেশন সিঁদুরের দিনেই জন্ম, আপ্লুত দম্পতি নবজাতিকার যা নাম রাখলেন, ভাবতে পারবেন না...

Last Updated:

জানা গিয়েছে যে দেশপ্রেমের আবেগে উদ্বুদ্ধ হয়ে বিহারের এক দম্পতি তাঁদের নবজাতক কন্যার নাম 'সিন্দুরি' রেখেছেন অপারেশন সিঁদুরের অনুপ্রেরণায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২২ এপ্রিল, ২০২৫। তীব্র ক্ষোভ জন্ম নিয়েছিল দেশের প্রতিটি পরিবারে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হানায় পর্যটক হত্যা শুধু নিহতদেরই পরিবার নয়, দেশের প্রত্যেক মানুষের চোখে জল নিয়ে এসেছিল। দুর্খের অশ্রুধারা অবশেষে পরিণত হয়েছে আনন্দাশ্রুতে। জঙ্গি হানার প্রত্যাঘাতে দেশের সেনাবাহিনী এবং বিমানবাহিনীর সম্মিলিত অভিযান অপারেশন সিঁদুর। পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে লয়টারিং মিউনিশন সিস্টেম ব্যবহার করে। নিঃসন্দেহেই তা ভারতের গর্বের বিষয়।  তবে, বিহারের এক দম্পতি যা করলেন, তা অভাবনীয়।
News18
News18
advertisement

জানা গিয়েছে যে দেশপ্রেমের আবেগে উদ্বুদ্ধ হয়ে বিহারের এক দম্পতি তাঁদের নবজাতক কন্যার নাম ‘সিন্দুরি’ রেখেছেন অপারেশন সিঁদুরের অনুপ্রেরণায়। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রতিক্রিয়ায় শুরু হওয়া এই অভিযান বুধবার মধ্যরাতের কিছু পরেই পরিচালিত হয়, যেখানে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের পরেই পাকিস্তান থেকে এল ফোন…অজিত ডোভালের সঙ্গে কথা ISI প্রধানের! বললেন পাকমন্ত্রী

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাষাবাদ ছেড়ে চারাগাছ তৈরি করে মোটা টাকা রোজগার করছেন নন্দকুমারের চাষিরা
আরও দেখুন

সন্তোষ মণ্ডল এবং রাখি কুমারির কন্যার জন্ম একই দিনে হয়, যা তাঁদের পরিবারের জন্য এই মুহূর্তটিকে দ্বিগুণ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আত্মীয় কুন্দন কুমার এবং সরল দেবী বলেছেন যে কন্যার জন্ম এবং অপারেশন সিঁদুরের একই দিনে পরিচালনা কাকতালীয় ঘটনা হলেও তা তাঁরা অত্যন্ত গর্বের বিষয় বলে মনে করেন, “পাকিস্তানের বিরুদ্ধে বিজয় এবং একই দিনে আমাদের কন্যার জন্ম, উভয়ই আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়”।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Operation Sindoor: অপারেশন সিঁদুরের দিনেই জন্ম, আপ্লুত দম্পতি নবজাতিকার যা নাম রাখলেন, ভাবতে পারবেন না...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল