জানা গিয়েছে যে দেশপ্রেমের আবেগে উদ্বুদ্ধ হয়ে বিহারের এক দম্পতি তাঁদের নবজাতক কন্যার নাম ‘সিন্দুরি’ রেখেছেন অপারেশন সিঁদুরের অনুপ্রেরণায়। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রতিক্রিয়ায় শুরু হওয়া এই অভিযান বুধবার মধ্যরাতের কিছু পরেই পরিচালিত হয়, যেখানে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়।
advertisement
সন্তোষ মণ্ডল এবং রাখি কুমারির কন্যার জন্ম একই দিনে হয়, যা তাঁদের পরিবারের জন্য এই মুহূর্তটিকে দ্বিগুণ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আত্মীয় কুন্দন কুমার এবং সরল দেবী বলেছেন যে কন্যার জন্ম এবং অপারেশন সিঁদুরের একই দিনে পরিচালনা কাকতালীয় ঘটনা হলেও তা তাঁরা অত্যন্ত গর্বের বিষয় বলে মনে করেন, “পাকিস্তানের বিরুদ্ধে বিজয় এবং একই দিনে আমাদের কন্যার জন্ম, উভয়ই আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়”।
