উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন আলোকচিত্রী জিম রাইডেল, যিনি এক্স হ্যান্ডেলে ললিত মোদি এবং বিজয় মালিয়ার একটি ছবি শেয়ার করে লিখেছেন, “গত রাতে তাঁর লন্ডনের সুদৃশ বাড়িতে বিজয় মালিয়ার ৭০ তম প্রাক-জন্মদিন উপলক্ষে একটি দুর্দান্ত পার্টি আয়োজনের জন্য ললিত মোদিকে ধন্যবাদ।”
আরও পড়ুন: ভারতের ‘১০০০ টাকা’ কোন দেশে প্রায় ‘৩ লাখ’ টাকার সমান…? চমকে দেবে ‘উত্তর’, শিওর!
advertisement
যার উত্তরে ললিত মোদি লেখেন, “আমার বন্ধু বিজয় মালিয়ার জন্মদিনের আগের দিন আমার বাড়িতে এসে জন্মদিন উদযাপন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।”
অনুষ্ঠানের আমন্ত্রণপত্র শেয়ার করে রাইডেল ইনস্টাগ্রামে উদযাপনের এক ঝলকও তুলে ধরেন। আমন্ত্রণপত্রে লেখা ছিল, “রিমা (বৌরি) এবং ললিত আপনাদের তাঁদের প্রিয় বন্ধু বিজয় মালিয়ার সম্মানে একটি মনোগ্রাহী সন্ধ্যায় আমন্ত্রণ জানাচ্ছেন, এক সুসময়ের রাজাকে উদযাপন করছেন তাঁরা।”
লন্ডনের শীত-সন্ধ্যার সেই ছবিতে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের দেখা গিয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন অভিনেতা ইদ্রিস এলবা এবং ফ্যাশন ডিজাইনার মনোভিরাজ খোসলা-সহ অন্যান্য অভ্যগতরা। বায়োটেক উদ্যোক্তা কিরণ মজুমদার-শ-কে দুটি স্ন্যাপশটে উপস্থিত থাকতে দেখা গিয়েছে এই ভিডিও ক্লিপে।
