TRENDING:

ললিত মোদির লন্ডনের বাড়িতে ধুমধাম করে পালন বিজয় মালিয়ার ৭০তম জন্মদিন, হাজির কারা?

Last Updated:

ভারতীয় তদন্ত সংস্থার চোখে 'পলাতক' ব্যবসায়ী বিজয় মালিয়ার ৭০তম জন্মদিন উপলক্ষে লন্ডনে একটি জমকালো পার্টির আয়োজন করলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান (Ex IPL Chairman) ললিত মোদি। বেলগ্রেভ স্কোয়ারে ললিত মোদির বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতীয় তদন্ত সংস্থার চোখে ‘পলাতক’ ব্যবসায়ী বিজয় মালিয়ার ৭০তম জন্মদিন উপলক্ষে লন্ডনে একটি জমকালো পার্টির আয়োজন করলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান (Ex IPL Chairman) ললিত মোদি। বেলগ্রেভ স্কোয়ারে ললিত মোদির বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার।
বিজয় মালিয়ার ৭০তম জন্মদিন
বিজয় মালিয়ার ৭০তম জন্মদিন
advertisement

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন আলোকচিত্রী জিম রাইডেল, যিনি এক্স হ্যান্ডেলে ললিত মোদি এবং বিজয় মালিয়ার একটি ছবি শেয়ার করে লিখেছেন, “গত রাতে তাঁর লন্ডনের সুদৃশ বাড়িতে বিজয় মালিয়ার ৭০ তম প্রাক-জন্মদিন উপলক্ষে একটি দুর্দান্ত পার্টি আয়োজনের জন্য ললিত মোদিকে ধন্যবাদ।”

আরও পড়ুন: ভারতের ‘১০০০ টাকা’ কোন দেশে প্রায় ‘৩ লাখ’ টাকার সমান…? চমকে দেবে ‘উত্তর’, শিওর!

advertisement

যার উত্তরে ললিত মোদি লেখেন, “আমার বন্ধু বিজয় মালিয়ার জন্মদিনের আগের দিন আমার বাড়িতে এসে জন্মদিন উদযাপন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।”

অনুষ্ঠানের আমন্ত্রণপত্র শেয়ার করে রাইডেল ইনস্টাগ্রামে উদযাপনের এক ঝলকও তুলে ধরেন। আমন্ত্রণপত্রে লেখা ছিল, “রিমা (বৌরি) এবং ললিত আপনাদের তাঁদের প্রিয় বন্ধু বিজয় মালিয়ার সম্মানে একটি মনোগ্রাহী সন্ধ্যায় আমন্ত্রণ জানাচ্ছেন, এক সুসময়ের রাজাকে উদযাপন করছেন তাঁরা।”

advertisement

আরও পড়ুন: চুপিচুপি ঢুকে আসে ‘সাপ’ শীতকালে…! বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবে না ‘বিষধর’, মুদিখানার মোক্ষম ৫ ‘উপাদান’, শুধু সঠিক কায়দা জানুন!

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

লন্ডনের শীত-সন্ধ্যার সেই ছবিতে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের দেখা গিয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন অভিনেতা ইদ্রিস এলবা এবং ফ্যাশন ডিজাইনার মনোভিরাজ খোসলা-সহ অন্যান্য অভ্যগতরা। বায়োটেক উদ্যোক্তা কিরণ মজুমদার-শ-কে দুটি স্ন্যাপশটে উপস্থিত থাকতে দেখা গিয়েছে এই ভিডিও ক্লিপে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ললিত মোদির লন্ডনের বাড়িতে ধুমধাম করে পালন বিজয় মালিয়ার ৭০তম জন্মদিন, হাজির কারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল