TRENDING:

Online Trading Fraud: অনলাইন ট্রেডিং-এ মুনাফার লোভ, ঠগের ফাঁদে পা দিয়ে ৫০ লাখ টাকা হারালেন ব্যক্তি, জানুন কীভাবে

Last Updated:

Online Trading Fraud: যুবককে বলেন, ট্রেডিংয়ের টাকা লাগালে সেই টাকার সাত গুণ ফিরিয়ে দেওয়া হবে। এরপর যুবকটি বিভিন্ন তারিখে ১০ বার ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ৫০.১৫ লাখ টাকা জমা দেন। প্রথমে রিফান্ড পাওয়া যাবে বলা হয়েছিল, কিন্তু টাকা তুলতে চাইলে আরও টাকা চাওয়া হয় তাঁর কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুনাফার লোভে বিশাল টাকা খোয়ালেন ইঞ্জিনিয়ার
মুনাফার লোভে বিশাল টাকা খোয়ালেন ইঞ্জিনিয়ার
advertisement

জেলা কাংড়া এলাকায় এই ধরনের অনেক ঘটনা ঘটেছে ইদানিং, তবে পুলিশের কাছে রেজিস্টার করা মামলার সংখ্যা মাত্র একটি। অনলাইন ট্রেডিংয়ে সাত গুণ মুনাফা পাওয়ার লোভে পেশায় বৈজ্ঞানিক এক যুবক ৫০.১৫ লাখ টাকা খসালেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও এবং আগে থেকেই অনলাইন ট্রেডিং-এর সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: প্রেমিকার জেদে প্রেমিকের মৃত্যু! ভাড়াটে খুনিদের ফাঁদে পড়ে নিজেই শিকার হয়ে গেলেন ব্যক্তি, বিস্তারিত জানুন

advertisement

শেয়ার কেনার লোভে ঠকানো – হোয়াটসঅ্যাপ গ্রুপে যুবককে প্রতারকরা প্রথমে এমন শেয়ার কেনার লোভ দেখিয়েছিল, যা সে কিনতে পারবে না। এই বছরে আগস্ট থেকে যুবকটি প্রায় ১০টি লেনদেনে ৫০.১৫ লাখ টাকা ঠকদের দিয়েছে। পুরো ব্যাপারটি  বুঝতে পেরে যুবকটি ধর্মশালার সাইবার থানায় অভিযোগ করেছেন। জানা গিয়েছে, কয়েক মাস আগে অভিযোগকারীকে একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়, এবং একটি গ্রুপে যোগ দেওয়ার জন্য বলা হয়।

advertisement

আরও পড়ুন : করবাচৌথে বয়ফ্রেন্ডকে বাড়িতে ডাকেন গৃহবধু, ও‍ত পেতেছিল গ্রামবাসীরা, ধরা পড়তেই যা হল…

ঠকানোর পদ্ধতি –  হোয়াটসঅ্যাপ গ্রুপে যুবককে শেয়ার মার্কেটে অনলাইন ট্রেডিংয়ের লোভ দেখানো হয়। তারা যুবককে বলেন, ট্রেডিংয়ের টাকা লাগালে সেই টাকার সাত গুণ ফিরিয়ে দেওয়া হবে। এরপর যুবকটি বিভিন্ন তারিখে ১০ বার ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ৫০.১৫ লাখ টাকা জমা দেন। প্রথমে রিফান্ড পাওয়া যায় বলে দেখানো হয়, কিন্তু টাকা তুলতে চাইলে আরও টাকা চাওয়া হয়। এএসপি নর্থ জোন সাইবার থানার প্রভীন ধীমন জানান, মামলাটি রেজিস্টার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

এসপি’র বক্তব্য – অ্যাডিশনাল এসপি সাইবার থানার কাংড়া প্রভীন ধীমন লোকাল 18-কে বলেছেন যে দ্রুত এবং সহজে টাকা অর্জনের লোভের কারণে মানুষ এই প্রতারণায় পড়ছে। তিনি উল্লেখ করেন যে, গত বছর জেলা কাংড়ায় ২টি মামলা হয়েছিল, যেখানে ১ কোটি টাকা ঠকানো হয়েছিল, এবং এই বছর ৫০ লাখ টাকার একটি মামলা রেজিস্টার হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Online Trading Fraud: অনলাইন ট্রেডিং-এ মুনাফার লোভ, ঠগের ফাঁদে পা দিয়ে ৫০ লাখ টাকা হারালেন ব্যক্তি, জানুন কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল