TRENDING:

Monkey Pox in India: কেরলে ফের হানা মাঙ্কিপক্সের? মালাপুরমে হাসপাতালে ভর্তি এক যুবক, পরীক্ষার জন্য পাঠানো হল নমুনা

Last Updated:

ওই জেলার এক স্বাস্থ্য আধিকারিক জনানা, কেরলে কিছুদিন আগে এক রোগী অসুস্থ হয়ে জেলা হাসপাতালে আসেন। তাঁকে সেখান থেকে সঙ্গে সঙ্গেই একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এরপরেই তাঁর দেহের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দেশে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে মাঙ্কিপক্স, ভিনদেশ থেকে এক ব্যক্তির দেহে এই ভাইরাসের উপসর্গ পাওয়ার দরুন তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কেরলের মালাপুরম জেলার বাসিন্দা ওই ব্যক্তির দেহে মাঙ্কি পক্সের উপসর্গ পাওয়া মাত্রই তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ওই জেলার এক স্বাস্থ্য আধিকারিক জনানা, কেরলে কিছুদিন আগে এক রোগী অসুস্থ হয়ে জেলা হাসপাতালে আসেন। তাঁকে সেখান থেকে সঙ্গে সঙ্গেই একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এরপরেই তাঁর দেহের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ছাড়তে হবে সরকারি বাসভবন, হাতে সময় এক সপ্তাহ! তারপর কোথায় থাকবেন কেজরিওয়াল?

advertisement

এই প্রসঙ্গে এক স্বাস্থ্য আধিকারিক জানান, “ওই ব্যক্তিকে মঞ্জেরি মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। আমাদের সন্দেহ তাঁর মাঙ্কিপক্স হতে পারে। ইতিমধ্যেই তাঁর নমুনা সংগ্রহ করে কোঝিকোড় মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এখনও পরীক্ষার ফলাফল আসেনি।”

এর আগে গত সপ্তাহে বছর ২৬-এর এক ব্যক্তিকে হরিয়ানার হিসার থেকে মাঙ্কিপক্সে পজিটিভ হিসাবে দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করানো হয়।

advertisement

আরও পড়ুন: রোগীর থেকে ১ টাকা বেশি নেওয়ার শাস্তি! চাকরি গেল সরকারি হাসপাতালের কর্মীর

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও এই ঘটনাকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিচ্ছিন্ন ঘটনা বলে চিহ্নিত করেছেন। তিনি জানান ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত সারা দেশে মোট ৩০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন তবে এখনই এই রোগ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানান তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Monkey Pox in India: কেরলে ফের হানা মাঙ্কিপক্সের? মালাপুরমে হাসপাতালে ভর্তি এক যুবক, পরীক্ষার জন্য পাঠানো হল নমুনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল