আপাতত সব ট্রেন থ্রু করা থাকবে। ৭ যাত্রীবাহী ট্রেন এই স্টেশনে থামত।আপাতত সেই ট্রেন থামবে নিকটবর্তী স্টেশনে। বাহানাগা বাজার স্টেশনে ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে সিগন্যালিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল খোদ রেল আধিকারিকদের রিপোর্ট।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা হতে পারে, ৪ মাস আগেই সাবধান করেন রেলকর্তা! করমণ্ডল-কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট
advertisement
যদিও ডি আর এম খুরদা জানিয়েছিলেন সিগন্যাল স্বাভাবিক ছিল। আবার রেলমন্ত্রী অন্তর্ঘাতের বিষয়কে উড়িয়ে দেননি৷ যার প্রেক্ষিতে একদিকে যেমন তদন্ত করছে কমিশনার অফ রেলওয়ে সেফটি, অন্যদিকে তদন্ত করছে সিবিআই। আর সেই কারণেই আপাতত বন্ধ ভারতীয় রেলের বাহানাগা বাজার স্টেশন ব্যবহার। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী অবশ্য এটাকে অস্থায়ী বা স্বল্পকালীন সিদ্ধান্ত বলেছেন। তবে তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া অবধি কোনও ভাবেই যে রেল স্টেশন ব্যবহার করা যাবে না তা বুঝিয়ে দেওয়া হয়েছে। বাহানাগা বাজার স্টেশন ছোট স্টেশন। অন্তত ভারতীয় রেলের টিকিট বিক্রির পরিসংখ্যান অনুযায়ী।
আরও পড়ুন: ক্লাসরুমে থরে থরে লাশ, গড়াচ্ছে রক্তরস! স্কুলে ফিরতে ভয় বাহানাগার পড়ুয়াদের
কিন্তু দক্ষিণ পূর্ব রেলের এই স্টেশনের উপর দিয়ে প্রতিদিন ১৭০টি ট্রেন চলাচল করে। এর মধ্যে ৭টি প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায় এই স্টেশনে। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তদন্ত শেষ না হওয়া অবধি কোনও ট্রেন এই স্টেশনে দাঁড়াবে না৷ কারণ রিলে রুম ও প্যানেল রুম সম্পূর্ণ ভাবেই তদন্তের আওতায় চলে এসেছে। এই তদন্ত চালাতে গিয়ে এই দুই অংশের কোনও তথ্য প্রমাণ বিকৃত হোক তা রেল চাইছে না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সব ট্রেন এই স্টেশনের জন্য থ্রু করা থাকবে৷ দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন, “আশা করছি শীঘ্রই এই স্টেশন ব্যবহার করা যাবে।”
আবীর ঘোষাল