দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল, যে নিকটবর্তী সমস্ত জোন থেকে রেলের হাসপাতালের চিকিৎসকদের বালাসোর পাঠানো হয়। পূর্ব রেলের বি আর সিং হাসপাতাল থেকেও একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বালাসোরে আসেন৷ তার মধ্যে ছিলেন শঙ্খ-সহ বেশ কয়েকজন। দিনরাত পরিশ্রম করে চলেছেন তারা সকলেই।
advertisement
ভুবনেশ্বর এইমস, সোরো হাসপাতাল, বালাসোর হাসপাতাল, কটক হাসপাতাল-সহ একাধিক জায়গায় চলছে চিকিৎসা। এ ছাড়া রেলের তরফে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘‘সমস্ত ধরণের সাহায্য করা হচ্ছে। আমাদের জোন থেকে বিভিন্ন রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। এখন মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বড় কাজ ৷ চিকিৎসকরাও তাই করছেন। আমাদের এক চিকিৎসক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন ৷ সকলে তা মনে রাখবে।”
যদিও যাকে নিয়ে এত আলোচনা তিনি অবশ্য গোটা বিষয়টাকে স্বাভাবিক ভাবেই দেখছেন।