ক্রুজ কনফারেন্সে ওড়িশা পর্যটন দফতরের অধিকর্তা শচীন যাদব সে রাজ্যের ক্রুজ পর্যটন নিয়ে বিস্তারিত বিবরণ জানিয়েছেন৷ নদী পর্যটনের সম্ভাবনা এবং বৃদ্ধি ঘিরেও বিস্তারিত আলোচনা হয়৷ ওড়িশার বারকুল অঞ্চলে তৈরি করা হচ্ছে বিলাসবহুল তরীটি৷ জানা গিয়েছে, সেখানে পাঁচতারা হোটেলের সব রকম সুযোগ সুবিধে পাওয়া যাবে এবং ভ্রমণের অভিজ্ঞতা হবে রাজকীয়৷ বিলাসবহুল হাউসবোটে থাকার পাশাপাশি পর্যটকরা তাঁদের পছন্দমতো এই প্যাকেজ পরিবর্তন করতে পারবেন৷ পর্যটকদের ইচ্ছে হলে তালিকায় সংযোজন করা যাবে ভিতরকণিকা জাতীয় উদ্যান এবং গহিরমাথা অভয়রাণ্যের এলাকা৷ যাতে প্রকৃতির স্বাদ পুরোমাত্রায় উপভোগ করতে পারেন পর্যটকরা৷
advertisement
আরও পড়ুন : মাউন্ট এভারেস্টে শীর্ষবিন্দুর সামান্য নীচে তৈরি বিশ্বের উচ্চতম আবহাওয়া কেন্দ্র
পর্যটন মানেই সেই থাকবে ভোজনবিলাসও ৷ তাই বিলাসতরীতে ভ্রমণের সঙ্গেই থাকবে নানারকম খাবার, দুঃসাহসিক খেলার সুযোগ এবং বিলাসতরীতে ভেসে চিলিকার বিভিন্ন দ্বীপে সফর৷ এই দোতলা হাউসবোট তথা বিলাসতরীতে থাকবে দু’টি স্যুইট, চারটি প্রিমিয়াম ঘর, বার, রেস্তরাঁ এবং ওপেন লবি৷ ওড়িশার পর্যটন দফতর প্রাথমিক পর্যায়ে দু’টি হাউসবোট নামাবে, যার প্রত্যেকটিতে ৪০ জন পর্যটক সফর করতে পারবেন৷
আরও পড়ুন : কানের লতিতে দুল পরার জায়গায় অসহ্য দুর্গন্ধ? জানুন মুক্তির উপায়
বিকাশ ইকো রিসর্টের উদ্যোগে তৈরি এই বিলাসতরীতে ৩ কোটিরও বেশি বিনিয়োগ করা হয়েছে৷ পর্যটন শিল্পকে নতুন মাত্রা দেওয়ার জন্য ‘গরুড়’ ছাড়া ওড়িশার রাজ্য পর্যটন দফতর জলসম্পদ ও অরণ্য এবং পরিবেশ বিভাগের সঙ্গেও সম্মিলিতভাবে কাজ করবে৷