আরও পড়ুন- দেখুন ভিডিও:তিরঙ্গা মিছিলে গরুর গুঁতো, গুজরাতের প্রাক্তন মন্ত্রীর গায়ে গরুর ঝাঁপ
জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) ‘নয়ি পহল’ প্রকল্পের একটি অংশ হিসেবেই এই উদ্যোগ গৃহীত হয়েছে। রাজ্যের পরিবার পরিকল্পনার পরিচালক বিজয় পাণিগ্রাহী জানান, পরিবার পরিকল্পনা গ্রহণের জন্য নববিবাহিত দম্পতিদের মধ্যে সচেতনতা তৈরি করাই এর উদ্দেশ্য। জেলা ও ব্লক পর্যায় থেকে এই উদ্যোগ শুরু হবে বলে জানান তিনি।
advertisement
আরও পড়ুন- বোলপুরে স্পাইডারম্যান! সোনাঝুরি হাটে স্পাইডারম্যানের সাঁওতালি নাচের ভিডিও ভাইরাল
এনএইচএম-এর রাজ্য মিশন পরিচালক শালিনী পণ্ডিত বলেন, “আমরাই দেশে প্রথম এই বিষয়টি চালু করব।” বিজয় পাণিগ্রাহী জানান, স্বীকৃত সামাজিক স্বাস্থ্য কর্মীরা (আশা) সেই সমস্ত পরিবার পরিদর্শন করবেন যেখানে বিবাহের কথা বার্তা চলছে বা বিয়ে নির্ধারিত রয়েছে। আশা কর্মীরাই সেই বিয়েতে এই বিশেষ কিটগুলি বিতরণ করবেন। দম্পতিদের সন্তানের জন্মের মধ্যে স্বাস্থ্যকর ব্যবধান সম্পর্কেও অবহিত করা হবে বলে জানান তিনি।