TRENDING:

Covid Active Cases: ৬ মাসে প্রথমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের কম! দ্বিতীয় ঢেউ শেষ না তৃতীয় ঢেউ শুরু ?

Last Updated:

Covid Active Cases: বর্তমানে দেশের মোট করোনা আক্রান্তের ৫৫ শতাংশ কেরলের ৷ কেরলে ১.৬৩ লক্ষ জন করোনায় আক্রান্ত রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গত ৬ মাসে এই প্রথমবার দেশে করোনায় আক্রান্তের সংখ্যা (Covid Active Case) ৩ লক্ষের কম হয়ে গিয়েছে ৷ রবিবার দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২,৯৯,৬২০ ৷ স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ এই রিপোর্ট অনুযায়ী, গত ১৯১ দিনে বর্তমানে সবচেয়ে কম অ্যাক্টিভ কেস রয়েছে ৷ এটাই দ্বিতীয় ঢেউয়ের শেষ বলে দেখা হচ্ছে ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম ৷ স্বাস্থ্য মন্ত্রকের তরফে সকলকে এই সময় সচেতনা থাকতে এবং বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷
গত তিনদিন ধরে করোনা আক্রান্তের যে তালিকা প্রকাশিত হয়েছে, তা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন পুরকর্তারা। বিশেষত কলকাতার (Kolkata) দৈনিক সংক্রমণের রিপোর্ট নতুন করে চিন্তায় ফেলেছে আধিকারিকদের। গতকালের পরও আজ শহরে ফের বাড়ল করোনা (Covid 19) আক্রান্তের সংখ্যা। ফলে আগাম সতর্কতা নিয়ে শহরের সেফ হোমগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল পুর কর্তৃপক্ষ।
গত তিনদিন ধরে করোনা আক্রান্তের যে তালিকা প্রকাশিত হয়েছে, তা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন পুরকর্তারা। বিশেষত কলকাতার (Kolkata) দৈনিক সংক্রমণের রিপোর্ট নতুন করে চিন্তায় ফেলেছে আধিকারিকদের। গতকালের পরও আজ শহরে ফের বাড়ল করোনা (Covid 19) আক্রান্তের সংখ্যা। ফলে আগাম সতর্কতা নিয়ে শহরের সেফ হোমগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল পুর কর্তৃপক্ষ।
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/get-cashback-by-sending-money-through-whatsapp-dc-665760.html

গত চার সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার কমতে থেকেছে ৷ দ্বিতীয় ওয়েভের পিক সময় অর্থাৎ মে মাসে গোটা দেশে অ্যাক্টিভ কেসের (Covid Active Case)  সংখ্যা প্রায় ৩৭ লক্ষের বেশি হয়ে গিয়েছিল ৷

মে মাসের পর দক্ষিণ ভারতে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়লেও অন্যান্য রাজ্যে নিয়ন্ত্রণে আসতে শুরু করে ৷ নর্থ-ইস্ট-সহ বেশ কিছু রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও কেরলের অবস্থা বেশ চিন্তাজনক পর্যায়ে পৌঁছে গিয়েছিল ৷ বর্তমানে দেশের মোট করোনা আক্রান্তের ৫৫ শতাংশ কেরলের ৷ কেরলে ১.৬৩ লক্ষ জন করোনায় আক্রান্ত রয়েছে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/farmers-can-get-1-lac-and-60-thousand-rupees-loan-on-this-card-without-any-guarantee-dc-665736.html

বর্তমানে করোনার (Covid Active Case) যা অবস্থা একই পরিস্থিতি ফেব্রুয়ারি মাসেও ছিল ৷ তখনও দ্বিতীয় ঢেউ শুরু করা হয়নি ৷ দেশে ২০টি রাজ্যে ১০০টির বেশি নতুন আক্রান্তের খবর আসছে ৷ ১০ রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০০ এর কম রয়েছে ৷ ফেব্রুয়ারিতেও একই পরিস্থিতি ছিল ৷ সেই সময় সবচেয়ে বেশি করোনা আক্রান্তের ছিল কেরল ও মহারাষ্ট্রে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/10th-instalment-of-pm-kisan-yojona-likely-to-credited-in-farmers-account-soon-dc-665700.html

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

দেশজুড়ে টিকাকরণ দ্রুতি গতিতে চলছে ৷ তবে স্বাস্থ্য মন্ত্রক ও বিশেষজ্ঞদের মতে সকলকে লাগাতার সতর্ক করা হচ্ছে ৷ মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে সতর্কতা মেনে না চললে তৃতীয় ঢেউ শুরু হওয়ার প্রবল আশঙ্কা রয়ে যাচ্ছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Covid Active Cases: ৬ মাসে প্রথমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের কম! দ্বিতীয় ঢেউ শেষ না তৃতীয় ঢেউ শুরু ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল