TRENDING:

Viral News: ভারতীয় সেনায় চাকরি চায় যুবক! প্রতি রাতে ১০ কিলোমিটার দৌড়ে চলছে প্রস্তুতি

Last Updated:

Viral News: সোশ্যাল মিডিয়ায় এই কিশোরের খবর শেয়ার করেছিলেন পরিচালক বিনোদ কাপরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় সেনায় চাকরি চাই, সেই কারণেই দীর্ঘদিন ধরে টানা একই রকম অনুশীলন করে চলেছে ছেলে। মানে শুধু সাধারণ অনুশীলন নয়, রোজ রাতে, কাজের পর ১০ কিলোমিটার করে দৌড়ানো অভ্যাস করছে সে। তবে শুধু তাই নয়, নিজের পেটের ভাত জোগাড় করতে তাঁকে কাজও করতে হয়। নয়ডার সেক্টর ১৬-এর ম্যাকডোনাল্ডস-এ কাজ করে এই কিশোর। সারাদিন কাজের পর চলে প্রস্তুতি।
ভাইরাল ভিডিও। ট্যুইটার থেকে প্রাপ্ত।
ভাইরাল ভিডিও। ট্যুইটার থেকে প্রাপ্ত।
advertisement

আরও পড়ুন: শেষ হল একটা যুগ, 'দেব'-হীন হল সিপিএম!

সোশ্যাল মিডিয়ায় এই কিশোরের খবর শেয়ার করেছিলেন পরিচালক বিনোদ কাপরি। তিনিই প্রথম বলেছিলেন, এই ম্যাকডোনাল্ডসের দোকানে এই কিশোর ১১টা পর্যন্ত কাজ করেন। প্রদীপ মেহরার নামে এই বিষয়টি শেয়ার করেছেন বিনোদ। তিনি প্রথমেই বলেছিলেন এই বিষয়টি ভাইরাল হতে পারে। তাই নিয়ে সেই ছেলেটি অবশ্য ভিডিওতে বলেছে কী আর করছি, দৌঁড়চ্ছিই তো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ ফুটের কালী! পুজোয় মেগা আয়োজন, এখন থেকেই 'এই' মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়
আরও দেখুন

বিনোদ কাপরি অবশ্য ওই কিশোরকে বলেছেন, এ ভাবে পরিশ্রম করলে নিশ্চয়ই একদিন সাফল্য পাবে। কেউ কেউ অবশ্য বলেছেন, এই ছেলেটিকে কাশ্মীরে দৌড় করানো উচিত, কেউ কেউ বলেন, ভারতের সীমান্তে দৌড় করালে ও ঠিক বুঝতে পেরে যাবে। যদিও পরে প্রদীপ মেহরা বিনোদ কাপরিকে বলেছেন, এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে অসংখ্য ফোন কল সে পেয়েছে গ্রাম থেকে। এমনকী কল করেছেন অনেক সেনা জওয়ানও। তাই নতুন করে লড়াই করার সাহসও পেয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: ভারতীয় সেনায় চাকরি চায় যুবক! প্রতি রাতে ১০ কিলোমিটার দৌড়ে চলছে প্রস্তুতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল