আরও পড়ুন: শেষ হল একটা যুগ, 'দেব'-হীন হল সিপিএম!
সোশ্যাল মিডিয়ায় এই কিশোরের খবর শেয়ার করেছিলেন পরিচালক বিনোদ কাপরি। তিনিই প্রথম বলেছিলেন, এই ম্যাকডোনাল্ডসের দোকানে এই কিশোর ১১টা পর্যন্ত কাজ করেন। প্রদীপ মেহরার নামে এই বিষয়টি শেয়ার করেছেন বিনোদ। তিনি প্রথমেই বলেছিলেন এই বিষয়টি ভাইরাল হতে পারে। তাই নিয়ে সেই ছেলেটি অবশ্য ভিডিওতে বলেছে কী আর করছি, দৌঁড়চ্ছিই তো।
advertisement
বিনোদ কাপরি অবশ্য ওই কিশোরকে বলেছেন, এ ভাবে পরিশ্রম করলে নিশ্চয়ই একদিন সাফল্য পাবে। কেউ কেউ অবশ্য বলেছেন, এই ছেলেটিকে কাশ্মীরে দৌড় করানো উচিত, কেউ কেউ বলেন, ভারতের সীমান্তে দৌড় করালে ও ঠিক বুঝতে পেরে যাবে। যদিও পরে প্রদীপ মেহরা বিনোদ কাপরিকে বলেছেন, এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে অসংখ্য ফোন কল সে পেয়েছে গ্রাম থেকে। এমনকী কল করেছেন অনেক সেনা জওয়ানও। তাই নতুন করে লড়াই করার সাহসও পেয়েছে।