নিউজ ১৮ ডট কমের কাছে ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনেশন ইন ইন্ডিয়া (NTAGI)-এর চিকিৎসক ডক্টর জয়প্রকাশ মুলিয়িল দাবি করেছেন, 'পরিসংখ্যান যা বলছে তাতে শিশুদের দ্রুত করোনার টিকা প্রদানের কোনও প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারকেও এই তথ্য দেওয়া হয়েছে। শিশুরা ঠিকই আছে এবং আমাদের এখনই শিশুদের করোনার টিকা দেওয়ার কোনও প্রয়োজন নেই।' যেহেতু শিশুদের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তেমন কোনও নজির নেই, তাই দ্রুততার সাথে শিশুদের করোনার টিকা প্রদানের প্রয়োজন নেই বলেই দাবি করেছে NTAGI।
advertisement
নিউজ ১৮ ডট কমের কাছে একটি সাক্ষাৎকারে ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনেশন ইন ইন্ডিয়া (NTAGI)-এর চিকিৎসক ডক্টর জয়প্রকাশ মুলিয়িল বলেছেন, 'ভারতে ১২ বছরের নীচে কোনও শিশুর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। আমরা ক্যান্সার, লিউকোমিয়া এবং অন্য অনেক রোগে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু নথিভুক্ত করেছি। কিন্তু সেগুলির সঙ্গে করোনার কোনও যোগ নেই।' ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনেশন ইন ইন্ডিয়া (NTAGI)-এর চিকিৎসক ডক্টর জয়প্রকাশ মুলিয়িল ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের একজন অধ্যাপক এবং দেশের অন্যতম সেরা মহামারী বিশেষজ্ঞ।
আরও পড়ুন: 'হিংসা-ঘৃণার কোনও স্থান নেই বাংলায়', পুরভোটে বিপুল জয় দেখে মনে করালেন অভিষেক!
যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও শিশুদের করোনা টিকা প্রদান না করা নিয়ে এখনও কিছু ঘোষণা করেনি। গত অক্টোবরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া সিনিয়র অফিসারদের জানিয়েছিলেন, শিশুদের জন্য দ্রুততার সঙ্গে করোনার টিকাপ্রদান শুরু করার প্রয়োজন এখনও নেই। NTAGI-ও কেন্দ্রকে তাঁদের সিদ্ধান্তের কথা জানানোর আগে আরও একবার সমীক্ষা ও পরিসংখ্যান খতিয়ে দেখে নিেত চায়। তাই ভারতে শিশুদের করোনার টিকাপ্রদান আপাতত অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।