TRENDING:

Operation Sindoor: ‘কিন্তু পাকিস্তান পাল্টা কিছু করলেই...,’ অপারেশন সিঁদুরের পরেও হুঁশিয়ারি! পহেলগাঁওয়ের প্রতিশোধ বলে জানালেন কুরেশি

Last Updated:

সাংবাদিক বৈঠকে উইং কম্যান্ডার ভ্যমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি জানান, অপারেশন সিঁদুরে টার্গেট ছিল লস্কর, জৈশ এবং হিজবুল ঘাঁটি। কোনও পাক সেনা বিল্ডিং ভারতের টার্গেট ছিল না এই অপারেশনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কোনও মিলিটারি বিল্ডিংকে টার্গেট করা হয়নি৷ সাধারণ মানুষেরও মৃত্যু হয়নি ভারতের অপারেশন সিঁদুরে৷ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিল ভারত৷ পাশাপাশি, হুঁশিয়ারি, ‘পাকিস্তানের কোনও কাজ যদি পরিস্থিতি আরও খারাপ করে তোলে, তার জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ভারত’৷ অপারেশন সিঁদুর নিয়ে বুধবার সকালেই নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি৷ তাঁর সঙ্গে ছিলেন উইং কম্যান্ডার ভ্যমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি৷
News18
News18
advertisement

সাংবাদিক বৈঠকে উইং কম্যান্ডার ভ্যমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি জানান, অপারেশন সিঁদুরে টার্গেট ছিল লস্কর, জৈশ এবং হিজবুল ঘাঁটি।

অপারেশন সিন্দুর সম্পর্কে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, “পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতদের ন্যায়বিচার দেওয়ার জন্যেই এই অভিযান শুরু করা হয়েছিল। ৯টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চলে।” এই হামলায় যাতে কোনও সাধারণ নাগরিক না মারা যান, কোনও অসামরিক সম্পত্তি ধ্বংস না হয়, তা বিচার করেই ভারত হামলা চালিয়েছে বলে জানান তিনি৷ তাঁর কথায়, ‘‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য এবং সীমান্ত সন্ত্রাসবাদে তাঁদের সূত্রের ভিত্তিতেই জঙ্গি ঘাঁটি নির্বাচন করা হয়েছিল।’’

advertisement

আরও পড়ুন: ‘পাকিস্তানের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা,’ অপারেশ সিঁদুর নিয়ে সাংবাদিক বৈঠকে জানাল ভারত

পাকিস্তানের পঞ্জাবের ভিতরে (৪টি ) এবং পাক-অধিকৃত কাশ্মীরের (৫টি ) নির্ভুল হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে৷ যার মধ্যে রয়েছে সন্ত্রাসী সংগঠন জেইএম এবং এলইটি-র সদর দফতর। ভারতীয় বিমান হামলায় কমপক্ষে ১৭ জন জঙ্গি নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন :‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যুত্তর..,’ অপারেশন সিঁদুরের পরে সেনার ভূয়সী প্রশংসায় অমিত শাহ

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রসঙ্গত, সরকারের কঠোর সতর্কবার্তার কয়েক মিনিট আগেই, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা আসিফ বলেছিলেন যে, নয়াদিল্লি ‘পিছু হঠলে’ ইসলামাবাদ যে কোনও উত্তেজনা থেকে বিরত থাকতে প্রস্তুত।

বাংলা খবর/ খবর/দেশ/
Operation Sindoor: ‘কিন্তু পাকিস্তান পাল্টা কিছু করলেই...,’ অপারেশন সিঁদুরের পরেও হুঁশিয়ারি! পহেলগাঁওয়ের প্রতিশোধ বলে জানালেন কুরেশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল