Operation Sindoor: ‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যুত্তর..,’ অপারেশন সিঁদুরের পরে সেনার ভূয়সী প্রশংসায় অমিত শাহ

Last Updated:

তিনি জানান, ‘মোদির সরকার ভারত এবং ভারতের উপরে চালানো যে কোনও হামলার যোগ্য জবাব দিতে প্রস্তুত৷ সন্ত্রাসবাদকে শিকড় থেকে নির্মূল করতে ভারত বদ্ধপরিকর’৷

News18
News18
নয়াদিল্লি: আজ, ৭ মে-ই একাধিক রাজ্যে মক ড্রিল চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে৷ আর তার ঠিক আগের রাতেই আচমকা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় হামলা চালাল ভারত৷ আর এই গোটা অপারেশন সিঁদুরই সারা রাত জেগে পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিনের অপারেশনের পরে নিয়ন্ত্রণরেখা বরাবর লাগাতার শেলিং চালিয়ে যাচ্ছে পাক সেনা৷ তাতে ইতিমধ্যেই ১০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে৷ আহত কমপক্ষে ২০ জন৷
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যে হামলা চালানো হয়েছিল, তারই জবাব হিসাবে এদিন জইশ এবং লস্কর হেড কোয়ার্টার্স লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইলে হামলা চালিয়েছে ভারত৷
প্রত্যাঘ্যাতের পরে প্রথম প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত৷ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যুত্তর এই অপারেশন সিঁদুর’৷
advertisement
advertisement
তিনি জানান, ‘মোদির সরকার ভারত এবং ভারতের উপরে চালানো যে কোনও হামলার যোগ্য জবাব দিতে প্রস্তুত৷ সন্ত্রাসবাদকে শিকড় থেকে নির্মূল করতে ভারত বদ্ধপরিকর’৷
পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হিসাবে মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় মিসাইল৷ ভারতের এই প্রত্যাঘাত অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর৷
advertisement
পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, কোতলি, মুজফফরবাদ এবং বাহাওয়ালপুরে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় বলে খবর৷ এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে বলেই জানা গিয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Operation Sindoor: ‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যুত্তর..,’ অপারেশন সিঁদুরের পরে সেনার ভূয়সী প্রশংসায় অমিত শাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement