Operation Sindoor: শুরু অপারেশন সিঁদুর, পাক অধিকৃত কাশ্মীরে মিসাইল হামলা ভারতের! ধ্বংস জঙ্গি ঘাঁটি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে হামলা চালায় জঙ্গিরা৷ মৃত্যু হয় মোট ২৬ জনের৷
পহেলগাঁও হামলার প্রত্যাঘাত শুরু করল ভারত৷ মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় মিসাইল৷ ভারতের এই প্রত্যাঘাত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর৷
পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, কোতলি, মুজফফরবাদ এবং বাহাওয়ালপুরে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে খবর৷ এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে বলেই জানা গিয়েছে৷
এই হামলার সঙ্গে সঙ্গেই শ্রীনগরে বায়ুসেনার তৎপরতা বেড়েছে বলে খবর৷ পাকিস্তানের পাল্টা জবাবের আশঙ্কায় ভারতীয় আকাশসীমায় কড়া নজরদারি চালানো হচ্ছে৷ সূত্রের খবর, ভারতের এই মিসাইল হামলার পরই জম্মু কাশ্মীরে ফের নিয়ন্ত্ররেখার ওপার থেকে গোলাগুলি ছুড়তে শুরু করেছে পাকিস্তানি সেনা৷ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিত
advertisement
advertisement
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে হামলা চালায় জঙ্গিরা৷ মৃত্যু হয় মোট ২৬ জনের৷ তার পর থেকেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছিল ভারত৷ অবশেষে শুরু হল সেই প্রত্যাঘাত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 2:14 AM IST