আরও পড়ুন- রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী হতে রাজি, সম্মতি জানালেন যশবন্ত! ধন্যবাদ মমতাকে
তিনি দেশের যুবসম্প্রদায়কে বার্তা দিয়ে বলেন, "কোনও ভাবেই অগ্নিপথ প্রকল্প বন্ধ হবে না। আমি দেশের যুব সম্প্রদায়ের কাছে অনুরোধ করব, তাঁরা যেন ইতিবাচক থাকেন। দেশের প্রতি যেন তাঁদের আস্থা থাকে। যেন দেশের নেতৃত্ব ও নিজের প্রতি আস্থা অটুট থাকে।" তবে অগ্নিপথ প্রকল্প নিয়ে যে প্রতিবাদ শুরু হয়েছে, যে ভাবে সরকারি সম্পত্তিতে আগুন দেওয়া, ভাঙচুর হয়েছে, তা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। বলেন "যাঁরা প্রতিবাদ করছেন, আমার মনে হয়, তাঁদের প্রতিবাদের সম্পূর্ণ অধিকার আছে। তাঁদের মত স্পষ্ট করে পৌঁছে দিতে তাঁরা প্রতিবাদ করতেই পারেন, এটাই গণতন্ত্র। কিন্তু প্রতিবাদের নামে যে ভাবে হিংসা ছড়াচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, তার অনুমতি নেই। এই ধরনের কার্যকলাপ সহ্য করা হবে না।"
advertisement
আরও পড়ুন- রাষ্ট্রপতি পদে যশবন্ত বনাম কার লড়াই? বেঙ্কাইয়া নাইডুকে নিয়ে বাড়ছে জল্পনা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন অজিত দোভাল। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলেই এমনটা সম্ভব। কে সাহস করে এত বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে। একমাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই এই ধরনের পদক্ষেপ করা সম্ভব। তিনি বলেন, যদি দেশের জন্য কোনও সিদ্ধান্ত নিতে হয়, তা হলে ঝুঁকিই বড় ঝুঁকি নয়, কোনও ব্যায়ই অপব্যায় নয়।