Presidential Election 2022: রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী হতে রাজি, সম্মতি জানালেন যশবন্ত! ধন্যবাদ মমতাকে

Last Updated:

শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধি প্রস্তাব ফেরানোর পর রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী হওয়ার জন্য সম্মতি জানালেন তৃণমূল নেতা৷

বিরোধীদের মুখ যশবন্ত? Photo-PTI
বিরোধীদের মুখ যশবন্ত? Photo-PTI
#দিল্লি: রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধীদের মুখ সম্ভবত হতে চলেছেন যশবন্ত সিনহাই৷ শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধি প্রস্তাব ফেরানোর পর রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী হওয়ার জন্য সম্মতি জানালেন তৃণমূল নেতা৷
এ দিন নিজেই ট্যুইট করে সম্মতির কথা জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে যশবন্ত সিনহা বলেছেন, বৃহত্তর জাতীয় স্বার্থে বিরোধী ঐক্যের জন্য কাজ করতে দলীয় রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছেন তিনি৷ তাঁর এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন করবেন বলেও আশাপ্রকাশ করেছেন যশবন্ত৷
ট্যুইটারে যশবন্ত সিনহা লিখেছেন, 'তৃণমূলে আমার প্রতি যে সম্মান দেখানো হয়েছে, তাতে আমি মমতাজির কাছে কৃতজ্ঞ৷ কিন্তু বৃহত্তর জাতীয় স্বার্থে বিরোধী ঐক্যের জন্য কাজ করতে দলের কাজ থেকে অব্যাহতি নেওয়ার সময় এসেছে৷ আমি নিশ্চিত তিনি আমার এই পদক্ষেপকে অনুমোদন করবেন৷'
advertisement
advertisement
আজই বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে দিল্লিতে অবিজেপি দলগুলির বৈঠকে বসার কথা৷ তৃণমূলের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার আগে যশবন্ত সিনহার এই ট্যুইট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷ সম্ভবত আজকের বৈঠকের পরই বিরোধীরা নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করবে৷
advertisement
advertisement
রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে আজই দলের সংসদীয় বোর্ডের বৈঠক রয়েছে বিজেপি-র৷ সেই বৈঠকের পরই এনডিএ জোটের প্রার্থীর নাম ঘোষণা করে দেবে তারা৷
শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধি- তিন জনই রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে নারাজ হওয়ায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছিল বিরোধী শিবির৷ এর পরেই যশবন্ত সিনহার নাম নিয়ে চর্চা শুরু হয়৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সহ- সভাপতির পদে ছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Presidential Election 2022: রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী হতে রাজি, সম্মতি জানালেন যশবন্ত! ধন্যবাদ মমতাকে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement