এই বৈঠক চলাকালীনই বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে একটি যৌথ পোস্টার প্রকাশিত হল আজ৷ একে অপরের সঙ্গে রাজনৈতিক মতানৈক্য থাকলেও যে শুধুমাত্র বিজেপি বিরোধিতার স্বার্থেই তাঁরা এক ছাতার তলায় এসেছেন, সেই বার্তা দিতেই এই পোস্টারের প্রকাশ বলে সূত্রের খবর৷
আরও পড়ুন: ‘কমিশনার কি আছেন?’, এবার রাজীব সিনহার প্রসঙ্গ উঠল আদালতেও, ক্ষুব্ধ বিচারপতি
advertisement
এদিন রাহুল-খাড়্গেকে স্বাগত জানাতে জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে হাজির ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ স্বয়ং। এরপর প্রদেশ কংগ্রেসের সদর দফতর সদাকত আশ্রমে যান রাহুল এবং খড়্গে। সেখানে বি আর আমবেদকরের একটি মূর্তির আবরণ উন্মোচন কর্মসূচিতে যোগ দেন দুই নেতা।
আরও পড়ুন: ‘পদত্যাগ করছেন?’, উত্তরে কী বললেন রাজীব সিনহা? রাজ্যপালের পদক্ষেপের পরেই তুমুল জল্পনা
বৈঠক নীতীশের পক্ষ থেকে ডাকা হলেও বিরোধীদের একজোট করার ক্ষেত্রে তৃণমূলের বিশেষ ভূমিকা রয়েছে। আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, কেসিআরের দল বিআরএস, যারা কংগ্রেসের শরিক দল নয়, তারা তৃণমূলের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তা আগেই জানিয়েছে। আর এমন অবস্থায় লোকসভা ভোটের আগে বিরোধী শিবিরের সলতে পাকানোর ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
