TRENDING:

Nitish Kumar on presidential candidate: তিনিই রাষ্ট্রপতি পদপ্রার্থী? জল্পনার মধ্যেই মুখ খুললেন নীতিশ কুমার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না৷ সমস্ত জল্পনায় ইতি টেনে জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷ তাঁর দল জেডিইউ সূত্রেই রাষ্ট্রপতি নির্বাচনে নীতিশ কুমার প্রার্থী হতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল৷
নীতিশ কুমার
File Photo
নীতিশ কুমার File Photo
advertisement

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিহারের মুখ্যমন্ত্রী স্পষ্টই বলেন, 'দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আমি নেই৷ আমি কোথাও যাচ্ছি না৷ এই ধরনের খবর ভিত্তিহীন এবং নিছক জল্পনা ছাড়া কিছু নয়৷'

বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রাওয়ান কুমারই এর আগে দাবি করেছিলেন, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে হিসেেব নীতিশ কুমার একজন যোগ্য প্রার্থী৷ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই নীতিশ কুমারকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা৷

advertisement

আরও পড়ুন: হাড় ভেঙেছে চিদম্বরমের, কংগ্রেসের প্রতিবাদ মঞ্চে পুলিশি অত্যাচারের অভিযোগ কংগ্রেসের

তবে বিহারের মন্ত্রীই প্রথম নন, এর আগেও পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নীতিশ কুমারের নাম নিয়ে চর্চা হয়েছে৷ মহারাষ্ট্রের এনসিপি নেতা নবাব মালিকও গত ফেব্রুয়ারি মাসে দাবি করেছিলেন, বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে রাষ্ট্রপতি পদে নীতিশ কুমারকে সমর্থন দিতে তৈরি এনসিপি৷

advertisement

রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনার জন্য আগামিকাল দিল্লিতে বিরোধী নেতাদের একটি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠকে সোনিয়া গান্ধি থেকে শুরু করে বিরোধী শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মোট বাইশজন নেতাদকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ তালিকায় রয়েছে অরবিন্দ কেজরীওয়াল, পিনারাই বিজয়ন, নবীন পট্টনায়েক, কে চন্দ্রশেখর রাও, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, শরদ পাওয়ারদের নাম৷

advertisement

আরও পড়ুন: "আগামীতে 'আচ্ছে দিন' আরও বেশি "আচ্ছে" হতে চলেছে" দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যখন বিরোধী শিবিরে তৎপরতা শুরু হয়ে গিয়েছে, তখন বিজেপি-র প্রার্থী কে হবেন, তা নিয়েও দেশের রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে৷ সেখানে ভালভাবেই ছিল নীতিশ কুমারের নাম৷ কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী সেই জল্পনায় নিজেই ইতি টানলেন৷ কয়েক মাস আগে শোনা গিয়েছিল, বিজেপি শীর্ষ নেতৃত্ব নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দিল্লিতে কোনও বড় দায়িত্ব দিয়ে নিয়ে যেতে চাইছে৷ কারণ বিহারে বিধানসভা নির্বাচনে সংখ্যার নিরিখে বেশি আসন পেেলও প্রতিশ্রুতি মতো নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিল বিজেপি৷ যা নিয়ে দলের অন্দরেও ক্ষোভ রয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করার জন্য দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে দায়িত্ব দিয়েছে বিজেপি৷ তাঁরাই এনডিএ-র জোটে থাকা শরিক দলগুলি এবং বিরোধীদের সঙ্গে কথা বলে রাষ্ট্রপতি পদে সর্বসম্মতিক্রমে কোনও নাম চূড়ান্ত করার চেষ্টা করবেন৷ আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন৷ ভোট ঘোষণা হবে ২১ জুলাই৷

বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar on presidential candidate: তিনিই রাষ্ট্রপতি পদপ্রার্থী? জল্পনার মধ্যেই মুখ খুললেন নীতিশ কুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল