২০২৩-২৪ আর্থিক বর্ষের বাজেট পেশ করার দিন, বুধবার নির্মলা বেছে নিয়েছেন উজ্জ্বল লাল ও কালোর যুগলবন্দিতে হ্যান্ডলুম শাড়ি৷ লাল জমিনের সঙ্গে চওড়া কালো টেম্পল পাড়, অর্থাৎ যে ধরনের পাড়ে থাকে মন্দিরের চূড়ার মোটিফ৷ শাড়ির পাড়ে আছে জরির ছোয়াঁও৷ এছাড়াও শাড়িতে ছড়িয়ে আছে সূক্ষ্ম কসুটি কাজ৷ সুতোয় বোনা এই কসুটি কাজ বিখ্যাত দক্ষিণ ভারতের কর্নাটকে৷ হিন্দিতে কসিদা মানে সূঁচ সুতোর কাজ বা এম্ব্রয়ডারি৷ কন্নড় ভাষায় কসুটি শব্দের অর্থও একই৷ সে রাজ্যের বেলগাঁও, হুবলি, বিজাপুর, ধারওয়াড় অঞ্চল বিখ্যাত এই সুতোর কাজের জন্য৷ কসুটি নক্সার বিশেষত্ব হল এর জ্যামিতিক প্যাটার্নে৷
advertisement
শাড়ির জমিনে জ্যামিতিক নক্সার সঙ্গে পাড়ে থাকে গোপুরম, রথ, ফুল ও পশুপাখির মোটিফ৷ সাধারণত চার ধরনের সেলাইয়ের ফোঁড়-গাবন্তী, মার্গি, নেগি ও মেন্থিতে ফুটিয়ে তোলা হয় কসুটি প্যাটার্ন৷ বিয়ের কনে বা অন্যান্য অতিথির সাজে এই শাড়ি খুবই সমাদৃত৷ চালুক্য রাজবংশের সময়কাল থেকে হয়ে আসা এই নক্সা আগে রেশমের সুতোয় বোনা হত সুতির উপর৷ এখন অবশ্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় এই শাড়ি নিয়ে৷
আরও পড়ুন : 'বার্ষিক ৭ লাখ টাকা আয়ে সম্পূর্ণ কর ছাড়,' বাজেটে বিরাট ঘোষণা নির্মলার
বুধবার এই শাড়ির সঙ্গে নির্মলা পরেছিলেন ছোট্ট লাল টিপ এবং হাতে সোনার বালা৷ এর আগেও তিনি দক্ষিণী শাড়ি পরেছেন বাজেট পেশ করার সময়৷ ২০১৯ সালে তাঁর জীবনে প্রথম বাজেট পেশ করার দিন তিনি পরেছিলেন গোলাপি রঙের শাড়িতে সরু জরির পাড় মঙ্গলগিরি৷ অন্ধ্রপ্রদেশে বড় হয়ে ওঠা নির্মলা সেদিন বেছে নিয়েছিলেন নিজের রাজ্যের হ্যান্ডলুমই৷
তার পরের বছর ২০২০ সালে অর্থমন্ত্রীর পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের সিল্ক৷ সঙ্গে হাল্কা আকাশি রঙা সরু পাড়৷
২০২১-এ তিনি পরেছিলেন লাল-সাদা পচমপল্লী শাড়ি৷ ঐতিহ্যবাহী সেই দক্ষিণী শাড়িতে ছিল ইক্কত মোটিফ৷ ভারতের ‘সিল্ক সিটি’ বা রেশম প্রদেশ বলে পরিচিত তেলেঙ্গানার বিখ্যাত শাড়ি পচমপল্লী৷
আরও পড়ুন : সিনিয়র সিটিজেন স্কিমে বাড়ল বিনিয়োগের ঊর্ধ্বসীমা, MIS প্রকল্পে রাখা যাবে আরও বেশি টাকা
গত বছর অর্থাৎ ২০২২-এও তাঁর শাড়ি নজর কেড়ে নিয়েছিল৷ সে বার তিনি পরেছিলেন রাস্ট ও মেরুনের কম্বিনেশনের বোমকাই৷ বয়নশিল্পের প্রথম সারিতে থাকা বোমকাই ওড়িশার হ্যান্ডলুম এবং এই শাড়ির বিশেষত্ব সুতোর কাজে বা সূচিশিল্পে৷ সুতি ও সিল্ক-দু ধরনের মাধ্যমেই তৈরি হয় বোমকাই৷
শাড়ির সঙ্গে এদিন নির্মলার হাতে ছিল লাল ডিজিটাল ট্যাবলেট৷ হ্যান্ডলুম শাড়ির ধারা একইরকম থাকলেও বাজেটে পেশের এই মাধ্যমে অবশ্য পরিবর্তন এসেছে৷ আগে লাল শালুতে মোড়া বাজেট নিয়ে আসতেন নির্মলা৷ অতিমারি পরবর্তী সময়ে গত বছর থেকে তাঁর বাজেট পেশ করার মাধ্যম ডিজিটাল ট্যাবলেট৷