TRENDING:

Nepal Unrest: নেপালের জেল পালানো ৩৫ কয়েদি অবশেষে জালে, বাংলা-বিহার-উত্তরপ্রদেশের সীমান্তে গ্রেফতার

Last Updated:

Nepal Unrest: সশস্ত্র সীমা বল (এসএসবি) এখন পর্যন্ত নেপালের জেল থেকে পালানো ৩৫ জন কয়দিকে আটক করেছে। তার মধ্যে ২২ জনকে উত্তর প্রদেশে ভারত-নেপাল সীমান্তে, ১০ জনকে বিহারে এবং ৩ জনকে পশ্চিমবঙ্গে ধরা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঠমান্ডু: সশস্ত্র সীমা বল (এসএসবি) এখন পর্যন্ত নেপালের জেল থেকে পালানো ৩৫ জন কয়দিকে আটক করেছে। তার মধ্যে ২২ জনকে উত্তরপ্রদেশে ভারত-নেপাল সীমান্তে, ১০ জনকে বিহারে এবং ৩ জনকে পশ্চিমবঙ্গে ধরা হয়েছে। কর্মকর্তাদের মতে, এই সংখ্যা এখনও বাড়ছে।
Photo Courtesy- AP
Photo Courtesy- AP
advertisement

আরও পড়ুনঃ “চিকিৎসায় সাড়া দিয়েছিল…” তদন্তে কমিটির রিপোর্টে নয়া তথ‍্য! তবে কী হয়েছিল মৃ*ত বাঘিনীদের?

জেন জি’র বিক্ষোভের জেরে অশান্ত নেপাল। গোটা দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত জেল ভেঙে পালিয়েছে অন্তত ১৫০০ কয়েদি। এবার নেপালের জেল থেকে পালানো কয়েদিরা  নেপালের জেল থেকে পালিয়ে ভারতে ঢুকতে চাওয়া পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই কয়েদিদের।

advertisement

নেপাল এখনও বিক্ষোভের আগুন জ্বলছে। সারা দেশেও চলছে লুটতরাজ। ব্যাঙ্ক ডাকাতির খবর যেমন মিলছে, তেমনই নিশানা করা হচ্ছে শিল্পপতি ও নেতাদের বাড়ি। জেল থেকে পালাচ্ছে কয়েদিরা। সেনার গুলিতে মৃত্যুও হয়েছে পালাতে চেষ্টা করা ৫ জন কয়েদির।

বাংলা খবর/ খবর/দেশ/
Nepal Unrest: নেপালের জেল পালানো ৩৫ কয়েদি অবশেষে জালে, বাংলা-বিহার-উত্তরপ্রদেশের সীমান্তে গ্রেফতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল