আরও পড়ুনঃ “চিকিৎসায় সাড়া দিয়েছিল…” তদন্তে কমিটির রিপোর্টে নয়া তথ্য! তবে কী হয়েছিল মৃ*ত বাঘিনীদের?
জেন জি’র বিক্ষোভের জেরে অশান্ত নেপাল। গোটা দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত জেল ভেঙে পালিয়েছে অন্তত ১৫০০ কয়েদি। এবার নেপালের জেল থেকে পালানো কয়েদিরা নেপালের জেল থেকে পালিয়ে ভারতে ঢুকতে চাওয়া পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই কয়েদিদের।
advertisement
নেপাল এখনও বিক্ষোভের আগুন জ্বলছে। সারা দেশেও চলছে লুটতরাজ। ব্যাঙ্ক ডাকাতির খবর যেমন মিলছে, তেমনই নিশানা করা হচ্ছে শিল্পপতি ও নেতাদের বাড়ি। জেল থেকে পালাচ্ছে কয়েদিরা। সেনার গুলিতে মৃত্যুও হয়েছে পালাতে চেষ্টা করা ৫ জন কয়েদির।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 3:01 PM IST