হায়দরাবাদের কুকাটপল্লি থানা এলাকায় সোয়ান লেক কনডোমিনিয়াম নামের একটি অভিজাত কমিউনিটিতে থাকতেন স্বামী ও ছেলের সঙ্গে৷ রেণুদের পরিবারের স্টিলের ব্যবসা৷ গত বুধবার সন্ধেবেলা বাড়ি ফিরে এই ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হন তাঁরা৷
আরও পড়ুন আগুনে পুড়ছে নেপাল…কারা এই Gen Z, যারা এটা শুরু করল? জানুন পুরো ঘটনা
পুলিশ জানিয়েছে, প্রথমে রেণুর মাথায় ভারী প্রেশার কুকার দিয়ে মারে আততায়ীরা৷ তারপর রেণুর হাত-পা বেঁধে ধারল ছুরি ও কাঁচি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারে৷ কাঁচি দিয়ে রেণুর গলার নলিও কেটে দেয় আততায়ীরা। প্রবল রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর৷
advertisement
এরপরে সেই রক্ত ধুতে আততায়ীরা রেণুদের বাড়ির বাথরুমেই স্নান করে৷ তারপর গোটা বাড়ি থেকে সমস্ত হাত-পায়ের ছাপ মুছে দেয়৷ তারপর বাড়িতে থাকা টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায়৷
পুলিশ জানিয়েছে, ওঁদের কাজের লোক হর্ষা (২০) মাত্র ১০ দিন হল কাজে ঢুকেছিল৷ তাঁর প্রেমিক রোশনকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে৷ ওঁরা দু’জনেই ঘটনার মূল সাসপেক্ট৷ তাদের খোঁজে তল্লাশি চলছে।