TRENDING:

National News: কাজের লোকের বীভৎস কীর্তি! প্রথমে মাথায় প্রেশার কুকার দিয়ে মার, তারপর ছুরি-কাঁচি নিয়ে..! হাড়হিম করা ঘটনা হায়দরাবাদে

Last Updated:

পুলিশ জানিয়েছে, প্রথমে রেণুর মাথায় ভারী প্রেশার কুকার দিয়ে মারে আততায়ীরা৷ তারপর রেণুর হাত-পা বেঁধে ধারল ছুরি ও কাঁচি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারে৷ প্রবল রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: সারা সন্ধে ধরে ফোন করে যাচ্ছিল স্বামী আর ছেলে৷ একবার নয়, বারবার৷ কিন্তু কোনওবারই ফোন তুলছিলেন না রেণু৷ বাবা-ছেলে ভেবেছিলেন, আবারও নিশ্চই ফোন দূরে রেখে কোনও বাড়ির কাজে মন দিয়ে বসে আছেন তিনি৷ কে জানত, বাড়ি ফেরার পরে বারবার দরজা ধাক্কা দিলেও কেউ সেই দরজা খুলে দেবে না৷ সেই দরজা ভাঙতে হবে, দেখতে হবে রক্তের সমুদ্রের মাঝে নিথর পড়ে রয়েছে বছর পঞ্চাশের রেণু আগরওয়ালের গলাকাটা দেহ৷
News18
News18
advertisement

হায়দরাবাদের কুকাটপল্লি থানা এলাকায় সোয়ান লেক কনডোমিনিয়াম নামের একটি অভিজাত কমিউনিটিতে থাকতেন স্বামী ও ছেলের সঙ্গে৷ রেণুদের পরিবারের স্টিলের ব্যবসা৷ গত বুধবার সন্ধেবেলা বাড়ি ফিরে এই ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হন তাঁরা৷

আরও পড়ুন আগুনে পুড়ছে নেপাল…কারা এই Gen Z, যারা এটা শুরু করল? জানুন পুরো ঘটনা

পুলিশ জানিয়েছে, প্রথমে রেণুর মাথায় ভারী প্রেশার কুকার দিয়ে মারে আততায়ীরা৷ তারপর রেণুর হাত-পা বেঁধে ধারল ছুরি ও কাঁচি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারে৷ কাঁচি দিয়ে রেণুর গলার নলিও কেটে দেয় আততায়ীরা। প্রবল রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর৷

advertisement

এরপরে সেই রক্ত ধুতে আততায়ীরা রেণুদের বাড়ির বাথরুমেই স্নান করে৷ তারপর গোটা বাড়ি থেকে সমস্ত হাত-পায়ের ছাপ মুছে দেয়৷ তারপর বাড়িতে থাকা টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায়৷

আরও পড়ুন বিক্ষোভ..তাণ্ডব..আগুন! নেপালে সব কিছু পুড়ে খাক, কিন্তু এসব কিছুই নাকি করেনি Gen Z…ঘুরে গেল ১৮০ ডিগ্রি

advertisement

পুলিশ জানিয়েছে, ওঁদের কাজের লোক হর্ষা (২০) মাত্র ১০ দিন হল কাজে ঢুকেছিল৷ তাঁর প্রেমিক রোশনকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে৷ ওঁরা দু’জনেই ঘটনার মূল সাসপেক্ট৷ তাদের খোঁজে তল্লাশি চলছে।

বাংলা খবর/ খবর/দেশ/
National News: কাজের লোকের বীভৎস কীর্তি! প্রথমে মাথায় প্রেশার কুকার দিয়ে মার, তারপর ছুরি-কাঁচি নিয়ে..! হাড়হিম করা ঘটনা হায়দরাবাদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল