TRENDING:

NEET Scam Racket: ভয়াবহ দুর্নীতি ডাক্তারির NEET পরীক্ষায়! মেডিকেলের আসন বিক্রি হচ্ছে ২০ লাখ টাকায়!

Last Updated:

NEET Medical Exam Seats Sold For Rs 20 Lakh: ভুয়ো পরীক্ষার্থী সেজে যিনি NEET (National Eligibility cum Entrance Test) পরীক্ষায় প্রশ্নপত্র সমাধান করেন তাঁর পারিশ্রমিক হল ৫ লাখ টাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার ডাক্তারির পরীক্ষাতে দুর্নীতি! মেডিকেলের আসন বিক্রি হচ্ছে ২০ লাখ টাকায়! সোমবার মেডিকেল কোর্সে ‘নিশ্চিত’ আসন পাইয়ে দেওয়ার একটি র‌্যাকেটের আটজনকে গ্রেফতার করেছে সিবিআই। বলিউড ব্লকবাস্টার সিনেমা “মুন্নাভাই এমবিবিএস”-এ দেখানো উপায়ে কাজ করছিল এই চক্র৷ বিশেষজ্ঞ একজন পরীক্ষার্থীদের ছদ্মবেশে মোটা টাকার বিনিময়ে পরীক্ষা দিয়ে দিতেন। চার রাজ্যে বিস্তৃত রয়েছে এই চক্রের জাল। মেডিকেলের প্রতিটি আসনের দাম ২০ লাখ টাকা! এই ২০ লাখ টাকার মধ্যে ৫ লাখ সেই ব্যক্তিকে দেওয়া হয় যিনি পরীক্ষার্থীর ছদ্মবেশ ধরেন। অর্থাৎ ভুয়ো পরীক্ষার্থী সেজে যিনি NEET (National Eligibility cum Entrance Test) পরীক্ষায় প্রশ্নপত্র সমাধান করেন তাঁর পারিশ্রমিক হল ৫ লাখ টাকা, জানিয়েছে সিবিআইয়ের এক সূত্র। বাকিটা ভাগাভাগি হয় মধ্যস্বত্বভোগী ও অন্যদের মধ্যে, জানিয়েছে ওই সূত্র।
NEET Scam 2022
NEET Scam 2022
advertisement

আরও পড়ুন- ময়লা ফেলার গাড়িতে মোদি, যোগীর ছবি! চাকরি থেকে বরখাস্ত উত্তরপ্রদেশের সাফাইকর্মী!

সোমবার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লি থেকে এই চক্রের সদস্যদের গ্রেফতার করেছে। ধৃত আটজনের মধ্যে ছয়জন NEET পরীক্ষাতে বসে প্রশ্নপত্র সমাধান করেছে বলে সূত্রের খবর। এই দুর্নীতি চক্রের মাস্টারমাইন্ড হলেন সফদরজংয়ের সুশীল রঞ্জন। এই সুশীলই ভুয়ো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পরীক্ষার্থীদের জোগাড় করেন, তাঁদের টাকা দেন এবং আসন পাইয়ে দেওয়ার জন্য টাকা নেন। বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং হরিয়ানা জুড়েও এই চক্র সক্রিয় রয়েছে, জানিয়েছেন সিবিআই কর্মকর্তারা।

advertisement

এই র‍্যাকেটে এখনও ১১ জনের নাম মিলেছে, বাকিদের খোঁজ চলছে। তদন্তের অংশ হিসেবে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলবে সিবিআই। এতে কোচিংগুলির ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্রতারণা বন্ধ করার জন্য কর্তৃপক্ষ NEET-এর নিরাপত্তা কঠোর করেছে। পরীক্ষার হলে মানিব্যাগ, হাতব্যাগ, বেল্ট, টুপি, গয়না, জুতো এবং হিল নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীদের কোনও অতিরিক্ত জিনিস নিয়েই ঢোকার অনুমতি নেই।

advertisement

আরও পড়ুন- এদেশের নাগরিকত্ব ছাড়ছেন লাখে লাখে মানুষ! পাকাপাকি বিদেশে থাকতে চাইছেন ভারতীয়রা!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু এই চক্রটি ভুয়ো ছবি ব্যবহার করে NEET আইডি কার্ড নকল করে ভুয়ো পরীক্ষার্থীদের পরীক্ষার হলে ঢোকাকে সহজ করে দিত। অভিযুক্তরা প্রার্থীদের আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করে এবং পছন্দসই পরীক্ষা কেন্দ্র বাছাইয়ে প্রয়োজনীয় পরিবর্তন করে নিত। মেডিকেল এবং ডেন্টাল কোর্সে ভর্তির জন্য NEET পরীক্ষা গত ১৭ জুলাই আয়োজিত হয়। আয়ুর্বেদ, সিদ্ধা, ইউনানি এবং হোমিওপ্যাথিক ওষুধ এবং নার্সিং কোর্সেরও প্রবেশিকা পরীক্ষা এটি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
NEET Scam Racket: ভয়াবহ দুর্নীতি ডাক্তারির NEET পরীক্ষায়! মেডিকেলের আসন বিক্রি হচ্ছে ২০ লাখ টাকায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল