আরও পড়ুন- ময়লা ফেলার গাড়িতে মোদি, যোগীর ছবি! চাকরি থেকে বরখাস্ত উত্তরপ্রদেশের সাফাইকর্মী!
সোমবার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লি থেকে এই চক্রের সদস্যদের গ্রেফতার করেছে। ধৃত আটজনের মধ্যে ছয়জন NEET পরীক্ষাতে বসে প্রশ্নপত্র সমাধান করেছে বলে সূত্রের খবর। এই দুর্নীতি চক্রের মাস্টারমাইন্ড হলেন সফদরজংয়ের সুশীল রঞ্জন। এই সুশীলই ভুয়ো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পরীক্ষার্থীদের জোগাড় করেন, তাঁদের টাকা দেন এবং আসন পাইয়ে দেওয়ার জন্য টাকা নেন। বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং হরিয়ানা জুড়েও এই চক্র সক্রিয় রয়েছে, জানিয়েছেন সিবিআই কর্মকর্তারা।
advertisement
এই র্যাকেটে এখনও ১১ জনের নাম মিলেছে, বাকিদের খোঁজ চলছে। তদন্তের অংশ হিসেবে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলবে সিবিআই। এতে কোচিংগুলির ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
প্রতারণা বন্ধ করার জন্য কর্তৃপক্ষ NEET-এর নিরাপত্তা কঠোর করেছে। পরীক্ষার হলে মানিব্যাগ, হাতব্যাগ, বেল্ট, টুপি, গয়না, জুতো এবং হিল নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীদের কোনও অতিরিক্ত জিনিস নিয়েই ঢোকার অনুমতি নেই।
আরও পড়ুন- এদেশের নাগরিকত্ব ছাড়ছেন লাখে লাখে মানুষ! পাকাপাকি বিদেশে থাকতে চাইছেন ভারতীয়রা!
কিন্তু এই চক্রটি ভুয়ো ছবি ব্যবহার করে NEET আইডি কার্ড নকল করে ভুয়ো পরীক্ষার্থীদের পরীক্ষার হলে ঢোকাকে সহজ করে দিত। অভিযুক্তরা প্রার্থীদের আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করে এবং পছন্দসই পরীক্ষা কেন্দ্র বাছাইয়ে প্রয়োজনীয় পরিবর্তন করে নিত। মেডিকেল এবং ডেন্টাল কোর্সে ভর্তির জন্য NEET পরীক্ষা গত ১৭ জুলাই আয়োজিত হয়। আয়ুর্বেদ, সিদ্ধা, ইউনানি এবং হোমিওপ্যাথিক ওষুধ এবং নার্সিং কোর্সেরও প্রবেশিকা পরীক্ষা এটি।