শনিবার সকালেই শরদ পওয়ার প্রকাশ্যে জানান, সুনেত্রার এই সিদ্ধান্ত তাঁদের সঙ্গে আলোচনা করে নেওয়া নয়। এই পরিস্থিতিতে শরদ পওয়ার এবং সুপ্রিয়া সুলেকে অজিত পওয়ারের মৃত্যুর পর থেকেই সুনেত্রার পাশে দেখা গেলেও আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে হয়ত তাঁরা সুনেত্রার পাশে থাকবেন না।
সুনেত্রা পওয়ারের মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে তাঁর সঙ্গে কোনও কথা হয়নি বলে জানিয়েছেন প্রবীণ এনসিপি নেতা শরদ পওয়ার৷ অজিত পওয়ার পন্থী এনসিপি-র নেতাদের সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলেই মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অজিত পওয়ার পত্নী সুনেত্রা পওয়ার৷ এবিষয়ে শরদ পওয়ারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এটা ওঁদের (অজিত পওয়ার গোষ্ঠী) সিদ্ধান্ত৷ এ নিয়ে কোনও কথা হয়নি৷’’ বর্তমানে বারামতীতেই রয়েছেন শরদ পওয়ার৷ ক’দিন পরেই সেখানে জেলা পরিষদ নির্বাচন৷ গত বুধবার এই বারামতীতেই নির্বাচনী কর্মসূচিতে আসার সময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় অজিত পওয়ারের৷ বৃহস্পতিবার এই বারামতীতেই হয় তাঁর সৎকার৷
advertisement
শরদ পওয়ার জানান, শপথগ্রহণের অনুষ্ঠান যে স্থির হয়েছে, তা তাঁদের জানা ছিল না৷ তবে তিনি বলেন, এনসিপির দুই গোষ্ঠীর ফের এক হয়ে যাওয়া সদ্য প্রয়াত অজিত পওয়ারের দীর্ঘদিনের ইচ্ছে ছিল৷ গত কয়েক মাস ধরেই তাঁদের মধ্যে এবিষয়ে আলোচনা, বৈঠক হচ্ছিল৷ শরদ বলেন, ‘‘এটা অজিত দাদার ইচ্ছে ছিল যে, এনসিপি-র দুই গোষ্ঠী ফের একসাথে হযে যাক৷ আমাদেরও ইচ্ছে ওঁর ইচ্ছে পূরণ হোক৷’’ শরদ জানিয়েছেন, অজিত পওয়ার ও তাঁর গোষ্ঠীর প্রবীণ নেতা জয়ন্ত পাটিলের মধ্যে গত কয়েকমাস ধরে এই একত্রীকরণ নিয়ে আলোচনা হচ্ছিল এবং বেশ ইতিবাচক দিকে এগোচ্ছিল সেই কথাবার্তা৷
শরদ পওয়ার জানান, অজিত চেয়েছিল আগামী ১২ ফেব্রুয়ারি দুই গোষ্ঠীর একত্রীকরণের আনুষ্ঠানিক ঘোষণা করতে৷ এটাই ওঁর ইচ্ছে ছিল৷ অজিত পওয়ারের মৃত্যুর পরে শরদ পওয়ারের এ হেন মন্তব্যে ফের এনসিপি-র একত্রিত হওয়ার জল্পনা উস্কে দিয়েছে৷ তবে, অনিশ্চয়তাও রয়েছে পাশাপাশি৷ সূত্রের খবর, জোটের ভাঙন রুখতেই অজিত পত্নী সুনেত্রা পওয়ারকে উপ মুখ্যমন্ত্রিত্ব ‘অফার’ করেছে মহায়ূতি জোট৷ তাছাড়া, অজিত পওয়ার গোষ্ঠীর বহু প্রবীণ নেতাই এই একত্রীকরণের বিপক্ষে৷ তাঁরা চাইছেন না যে ফের দলের কর্তৃত্ব শরদ পওয়ারের হাতে চলে যাক৷
