এনএসসি আরও জানিয়েছে যে শুক্রবার সকাল ৮ টা ৫২ নাগাদ মনিপুরের মাররাংয়েও অনুভূত হয়েছে কম্পন। গোয়ালিয়রের দক্ষিণ পূর্বে ২৮ কিমি দূরে কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । গোয়ালিয়রের পাশাপাশি ছত্তিশগড়েও কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুন: মাঝ আকাশে উড়তে উড়তে হঠাৎই বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান! ধানবাদে ভয়ঙ্কর ঘটনা
advertisement
সকাল ১০টা ৩৯ মিনিট নাগাদ ছত্তিশগড়ে অনুভূত হয়েছে কম্পন। সুরাজপুরের ভাতগাঁও থেকে ১১ কিলোমিটার দূরে এর উৎসস্থল বলে জানা যায়। তবে এখানে কোনো প্রাণ বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।
এর আগেও মঙ্গলবারে দিল্লি এবং সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়। আতঙ্ক ছড়িয়ে পরে এলাকা জুড়ে। ভূমিকম্পের জেরে জামিয়া নগরে বেশ কয়েকটি বাড়িতেও ফাটল ধরেছে বলে জানা যায়। আজ ফের গোয়ালিয়রে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে।