হোম /খবর /দেশ /
মাঝ আকাশে উড়তে উড়তে হঠাৎই বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান! ধানবাদে ভয়ঙ্কর ঘটনা

Jharkhand: মাঝ আকাশে উড়তে উড়তে হঠাৎই বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান! ধানবাদে ভয়ঙ্কর ঘটনা

বৃহস্পতিবার বহবাওড্ডা বিমান স্ট্রিপ থেকে উড়ান নেওয়ার পরে ধানবাদ শহরের উপরে আকাশে ঘুরে বেরাচ্ছিল বিমানটি৷

  • Local18
  • Last Updated :
  • Share this:

ঝাড়খণ্ড: ঝাড়খণ্ডের ধানবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ আকাশে উড়তে উড়তে হঠাৎই জনবহুল অঞ্চলে ভেঙে পড়ল গ্লাইডার বিমান৷ বৃহস্পতিবার বহবাওড্ডা বিমান স্ট্রিপ থেকে উড়ান নেওয়ার পরে ধানবাদ শহরের উপরে আকাশে ঘুরে বেড়াচ্ছিল বিমানটি৷ হঠাৎই দুর্ঘটনা৷ দেখতে না দেখতেই বিমানটি এসে ভেঙেপড়ল বীরসা মুণ্ডা পার্কের কাছে অবস্থিত একটি বাড়ির ছাদে৷

যতবে বিমানটিতে আগুন ধরে না যাওয়ায় ভয়াবহ কোনও ঘটনা ঘটেনি৷ ঘটনায় বিমান চালক এবং বিমানে থাকা একজন যাত্রী আহত হয়েছেন৷ উভয়কে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ তবে তাঁদের অবস্থা এখন আশঙ্কাজনক।

আরও পড়ুন: দেড় হাজার কিলোমিটার পেরিয়ে স্বামীর কাছে ফিরলেন মহিলা! গল্প শুনলে চোখে জল আসতে বাধ্য

ঘটনার পর পরই স্থানীয় লোকজনের ভিড় জমে যায় ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারোয়াদা থানার পুলিশ। যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনা ঘটলেও এর পিছনে প্রকৃত কারণ কী, তা এখনও জানা যায়নি৷

স্থানীয় লোকজন জানান, ঘটনার সময় গোটা এলাকায় ভূমিকম্পের মতো শব্দ হয়৷ পুরো এলাকা কেঁপে ওঠে। যদিও এই ঘটনায় বাড়ির লোকজন অল্পের জন্য রক্ষা পেয়েছেন৷ আপাতত সেখানে ক্যাম্প করছে পুলিশ।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: IIT Dhanbad, Jharkhand