TRENDING:

শুভেন্দুর সভার আগে 'মারধর'! কী ব্যবস্থা নিতে চলেছে কমিশন?

Last Updated:

প্রসঙ্গত, গত শনিবার ৩ ডিসেম্বর কাঁথিতে শুভেন্দুর বাড়ির সামনে সভা করতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই একই দিনে ডায়মন্ড হারবারের লাইট হাউস ময়দানে পাল্টা সভার আয়োজন করেন শুভেন্দুও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত ৩ ডিসেম্বর ডায়মন্ড হারবারে সভা ছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। সেই সভার আগে বিজেপির নেতা কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে ন্যাশনাল এসসি কমিশনে অভিযোগও জানিয়েছিল গেরুয়া শিবির। এবার সেই ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দিল কমিশন। আশ্বাস পেয়ে কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
advertisement

প্রসঙ্গত, গত শনিবার ৩ ডিসেম্বর কাঁথিতে শুভেন্দুর বাড়ির সামনে সভা করতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই একই দিনে অভিষেকের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের লাইট হাউস ময়দানে পাল্টা সভার আয়োজন করেন শুভেন্দু।

আরও পড়ুন- কোট গায়ে চাপালেই ম্যাজিক, রাতারাতি না কি অদৃশ্য হওয়া যাবে! বানিয়ে তাক লাগাল চিনা ছাত্ররা

advertisement

বিজেপির অভিযোগ ছিল, শুভেন্দুর সভার আগের দিন রাতে অর্থাৎ, ২ ডিসেম্বর ওই সভাস্থলে ভাঙচুর চালান তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর পরে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা এবং ওই দুই বিজেপি নেতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানায় তৃণমূল। কুলপি এবং উস্তি থানায় দায়ের হয় অভিযোগ। অন্যদিকে, কর্মী নিগ্রহের ঘটনা নিয়ে ন্যাশনাল এসসি কমিশনের দ্বারস্থ হয় বিজেপি।

advertisement

আরও পড়ুন: আজ ফের মুখোমুখি মোদি-মমতা! জি-২০ ভার্চুয়াল বৈঠকে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী

বিজেপির তরফে অভিযোগ করা হয়, ঘটনার দিন বিজেপি কর্মীর সমর্থকদের পাশাপাশি মারধর করা হয়েছিল দুটি শিশুকেও। তাঁদের দেখতে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালেও গিয়েছিলেন শুভেন্দু।

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

গত ২ ডিসেম্বরের ঘটনা সংক্রান্ত বিজেপির অভিযোগ এবার খতিয়ে দেখার আশ্বাস দিল ন্যাশনাল এসসি কমিশন। কমিশনের এই পদক্ষেপের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দুও।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শুভেন্দুর সভার আগে 'মারধর'! কী ব্যবস্থা নিতে চলেছে কমিশন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল