TRENDING:

Narendra Modi on Chandrayaan 3: 'জীবন ধন্য হয়ে গেল', চাঁদে ইতিহাস গড়তেই দক্ষিণ আফ্রিকা থেকে উচ্ছ্বাস প্রকাশ মোদির!

Last Updated:

Narendra Modi on Chandrayaan 3: চাঁদের জমি ল্য়ান্ডার বিক্রম স্পর্শ করতেই সুদূর দক্ষিণ আফ্রিকা থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইতিহাস তৈরি করল ভারত। চাঁদের জমিতে সফল অবতরণ করল চন্দ্রযান ৩। ভারতের চন্দ্রযান-৩ যখন চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করল, তখন জোহানেসবার্গে বসে পুরো ঘটনা প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে ইসরোর সদর দফতরে বসে বিজ্ঞানীদের সঙ্গে সেই উৎকণ্ঠার মুহূর্তগুলির সাক্ষী থাকলেন তিনিও। তবে দূর দেশ থেকে। এই নিয়ে কিছুটা আক্ষেপ মেটাতে তাই চন্দ্রযান-৩ অবতরণের সময় ভার্চুয়াল উপস্থিতির সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ১৪০ কোটি ভারতবাসীর সঙ্গে তিনিও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন।
উচ্ছ্বসিত মোদি
উচ্ছ্বসিত মোদি
advertisement

চাঁদের জমি ল্য়ান্ডার বিক্রম স্পর্শ করতেই সুদূর দক্ষিণ আফ্রিকা থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, ”আমার পরিবার, আমরা দেখলাম ইতিহাস তৈরি হতে। জীবন ধন্য হয়ে গেল। এমন ঐতিহাসিক ঘটনা গোটা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই ঘটনা নয়া ভারতের প্রমাণ, এই ঘটনা সমস্যার মহাসাগর পার করার মতো, এই মুহূর্ত ভারতের উদীয়মাণ ক্ষমতার প্রমাণ। আমরা পৃথিবীতে সংকল্প নিয়েছি, আর চাঁদে আমরা তা সফল করেছি।”

advertisement

আরও পড়ুন: SSC-র মেধাতালিকা প্রকাশে বড় বদল, সকলেই জানবে সকলের রেজাল্ট! সন্ধ্যায় প্রকাশ

প্রধানমন্ত্রী বলেন, ‘‘টিম চন্দ্রযানকে, বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা। তাঁরা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। ১৪০ কোটি দেশবাসীকে শুভেচ্ছা। ভারতের উদয়মান ভাগ্যের আহ্বান এই মুহূর্তেৃ। অমৃতকালের আহ্বান। অন্তরীক্ষে নতুন ভারতের উদয়। আমি এখন দক্ষিণ আফ্রিকায়। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমার মনও এখানেই ছিল।’’

advertisement

চাঁদে বিক্রম পা রাখার পর জাতীয় পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তার পর ভাষণ দিতে শুরু করেন। বুধের এই অভিযান সফল হলে, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন (অধুনা রাশিয়া), আমেরিকা এবং চিনের পর ভারতই চতুর্থ দেশ হিসেবে জায়গা পেল ইতিহাসে, যারা চাঁদের মাটি ছুঁতে সফল হয়েছে। একাধিক কারণে ভারতের জন্য় এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনের বছর লোকসভা নির্বাচনও রয়েছে।

advertisement

আরও পড়ুন: বাঙালি কি আর প্রাণভরে শুক্তো’ও খেতে পারবে না? পরিস্থিতি যা, আশঙ্কা বাড়ছে ক্রমশ

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আমেরিকা-সহ পশ্চিমি দেশগুলিতে মহাকাশ অভিযানের সাফল্যে বেসরকারি বিনিয়োগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রযান-৩ মহাকাশযানকে সফল ভাবে চন্দ্রপৃষ্ঠে নামানোয় আগামী দিনে ভারতের মহাকাশ অভিযানে বেসরকারি বিনিয়োগ পেতে আরও সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে স্যাটেলাইট নির্ভর ব্যবসা এবং মহাকাশযান তৈরির সংস্থাগুলি আগামী দিনে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi on Chandrayaan 3: 'জীবন ধন্য হয়ে গেল', চাঁদে ইতিহাস গড়তেই দক্ষিণ আফ্রিকা থেকে উচ্ছ্বাস প্রকাশ মোদির!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল