Bangla News: বাঙালি কি আর প্রাণভরে শুক্তো'ও খেতে পারবে না? পরিস্থিতি যা, আশঙ্কা বাড়ছে ক্রমশ

Last Updated:

Bangla News: এবারের বর্ষার যেন চিত্র উল্টো। মাঝভাদ্রেও সেভাবে বৃষ্টির দেখা নেই।জলের অভাবে করলার গাছ শুকিয়ে যাচ্ছে।

+
শুক্তো

শুক্তো খাওয়াও এখন কষ্টকর!

দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন ধরে জেলা জুড়ে তীব্র গরমের পাশাপাশি অনাবৃষ্টির কারণে করলা চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন চাষীরা। এর ফলে প্রয়োজনের তুলনায় বাজারে করলার আমদানি কম হবার ফলে করলার দাম প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে বিগত বছরগুলির তুলনায়। করলা চাষীদের পক্ষ থেকে জানা যায়, বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে প্রকৃতির খামখেয়ালীর জেরে করলা চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।একদিকে প্রখর সূর্যের তাপ,অন্যদিকে বৃষ্টির অভাবে মাটি শুকিয়ে কাঠ ফাটা অবস্থা।ফলে,গাছ মরে যাবার পাশাপাশি করলা শুকিয়ে যাচ্ছে।ফলন কম হওয়ার কারণে করলার দাম ঊর্ধ্বমুখী।
এবারের বর্ষার যেন চিত্র উল্টো। মাঝভাদ্রেও সেভাবে বৃষ্টির দেখা নেই।জলের অভাবে করলার গাছ শুকিয়ে যাচ্ছে। সবুজ কচি গাছগুলো জলের অভাবে শুকিয়ে হলুদ হচ্ছে। পাশাপাশি, এর জেরে উৎপাদন ক্ষমতাও হ্রাস পাচ্ছে ক্রমশ।আকাশের দিকে চেয়ে আছে কৃষকের চোখ। কিন্তু সেই অপেক্ষা যেন কিছুতেই ফুরাচ্ছে না।
advertisement
advertisement
কৃষকেরা মাঠের পর মাঠ প্রায় কয়েক বিঘা জমিতে করলা লাগিয়েও যেন লাভের মুখ দেখতে পেলেন না। অতিরিক্ত মূল্য দিয়ে জল কিনে সেচের ব্যবস্থা করলেও সেই জলের মাধ্যমে সবজি চাষ শুরু করলেও বেশিরভাগ ক্ষেত্রে কৃষকেরা তাদের চাষ বাস ঠিকভাবে করতে পারছে না বেশকিছু অর্থনৈতিক কারণে।
advertisement
এরকম পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকদের মাথায় হাত পড়েছে। একদিকে বর্ষার পর্যাপ্ত বৃষ্টি নেই, অপরদিকে প্রতিনিয়ত বেড়েই চলেছে কীটনাশক থেকে শুরু করে সারের দাম।
—— সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: বাঙালি কি আর প্রাণভরে শুক্তো'ও খেতে পারবে না? পরিস্থিতি যা, আশঙ্কা বাড়ছে ক্রমশ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement