TRENDING:

Narendra Modi on Rampurhat Violence: রাজ্যের তদন্তে আস্থা, সাহায্যের আশ্বাস, রামপুরহাট কাণ্ডের নিন্দা মোদির

Last Updated:

একই সঙ্গে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, দোষীদের শাস্তি দিতে রাজ্য সরকার যদি কেন্দ্রের থেকে কোনও রকম সহযোগিতা চায়, তাহলে তা করা হবে (Narendra Modi on Rampurhat Violence)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনা (Rampurhat Violence) নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি গ্যালারির ভার্চুয়াল উদ্বোধন করতে গিয়ে ভিডিও বার্তায় রামপুরহাটের ঘটনার কথা তোলেন প্রধানমন্ত্রী (Narendra Modi on Rampurhat Violence)৷ রামপুরহাটের ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এই জঘন্য অপরাধে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা রাজ্য সরকার করবে বলেই তিনি আশাবাদী৷
8 years of Modi Government
8 years of Modi Government
advertisement

একই সঙ্গে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, দোষীদের শাস্তি দিতে রাজ্য সরকার যদি কেন্দ্রের থেকে কোনও রকম সহযোগিতা চায়, তাহলে তা করা হবে৷ এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী রাজ্য সরকারের তদন্তেই আস্থা রাখলেন বলে মনে করা হচ্ছে৷

আরও পড়ুন: 'কেউ ছাড় পাবে না', চক্রান্তের অভিযোগ তুলে বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়!

advertisement

বগটুই গ্রামের ঘটনার পর থেকেই সিবিআই, এনআইএ তদন্তের দাবিতে সরব হয়েছেন রাজ্যের বিজেপি নেতারা৷ যদিও এই ঘটনাক তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করেছে রাজ্য সরকার৷ কিন্তু সিট-এর তদন্তে আস্থা নেই বিরোধীদের৷

প্রধানমন্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গের বীরভূমে হওয়া হিংসাত্মক ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি৷ আমি আশা করি রাজ্য সরকার নিশ্চয়ই বাংলার মহান ভূমিতে হওয়া এমন জঘন্য অপরাধের সঙ্গে যুক্তদের যথাযথ শাস্তির ব্যবস্থা করবে৷'

প্রধানমন্ত্রী আরও বলেন, 'বাংলার মানুষের কাছে আমার আবেদন, এমন অপরাধ যারা করে, আর যারা এদেরকে প্রশ্রয় দেয়, তাদের কখনও ক্ষমা করবেন না৷ কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে আমার আশ্বাস, দোষীদের দ্রুত শাস্তি দিতে যদি কোনও সাহায্যের প্রয়োজন হয়, তা নিশ্চয়ই করা হবে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

নরেন্দ্র মোদির এই বক্তব্যই পরে প্রধানন্ত্রীর দফতরের তরফে ট্যুইট করা হয়৷

বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi on Rampurhat Violence: রাজ্যের তদন্তে আস্থা, সাহায্যের আশ্বাস, রামপুরহাট কাণ্ডের নিন্দা মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল