TRENDING:

India pakistan Tensions: ‘বোনেদের সিঁদুর যারা মুছেছে, তাদের মুছে দিতেই হত,’ অপারেশন সিঁদুর মনে করিয়ে ফের মোদির হুঁশিয়ারি

Last Updated:

পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাব দিতে সপ্তাহ দুই আগেই অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল ভারত৷ তারপর তিন দিন ধরে চলে ড্রোন, পাল্টা ড্রোনের লড়াই৷ তারপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি ঘোষণা করে দু’দেশ৷ তবে পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুজরাত: ‘অপারেশন সিঁদুর শুধুমাত্র একটা সেনা প্রত্যাঘাত নয়, এটা ভারতীয়দের ঐতিহ্য আমাদের আবেগের প্রকাশ’৷ সোমবার গুজরাতের ভূজের জনসভায় ফের মনে করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, ‘‘আমাদের মা-বোনেদের কপাল থেকে যাঁরা সিঁদুর মুছেছে, তাঁদের তো মুছে দিতেই হত৷’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা যা করেছে, তারপর কি ভারত চুপ করে বসে থাকত? মোদি চুপ করে বসে থাকত? যখন কেউ আমাদের মা-বোনেদের মাথা থেকে সিঁদুর মুছে দেয়, তাদের মুছে দিতেই হয়৷ অপারেশন সিঁদুর শুধুমাত্র সেনা প্রত্যাঘাত নয়, এটা ভারতীয়দের ঐতিহ্য আর আবেগের প্রকাশ৷’’
News18
News18
advertisement

অপারেশন সিঁদুরের পরে এই প্রথম নিজের রাজ্য গুজরাতে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার আগে একটি র্যালিতেও যোগ দিতে দেখা যায় তাঁকে৷ গুজরাতের ভূজের জনসভায় আবারও পাকিস্তান এবং সন্ত্রাসবাদ দুইকে এক করে কড়া বার্তা দিতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে৷ রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন, ‘‘হয় রুটি খান, নয় বুলেট! চয়েস আপনার৷’’

advertisement

আরও পড়ুন: গুজরাতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে দু’টো কথা মোদির! ‘হয় শান্তিতে রুটি খান, নাহলে…’

পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাব দিতে সপ্তাহ দুই আগেই অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল ভারত৷ তারপর তিন দিন ধরে চলে ড্রোন, পাল্টা ড্রোনের লড়াই৷ তারপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি ঘোষণা করে দু’দেশ৷ তবে পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে৷

advertisement

এদিন গুজরাতের ভূজের সভায় বক্তৃতা করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে হামলার পরে আমরা ১৫ দিন অপেক্ষা করেছিলান৷ দেখছিলাম পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কি না৷ যখন দেখি নিচ্ছে না, তখন আমি সশস্ত্র বাহিনীকে (প্রত্যাঘাতের) পূর্ণ স্বাধীনতা দিই৷’’

আরও পড়ুন : বউয়ের হাতে সপাটে চড়! তা-ও সবার সামনে…মুখ লুকতে গিয়ে সে কী অবস্থা ফ্রান্সের প্রেসিডেন্টের, ভাইরাল ভিডিও

advertisement

মোদি এদিন পাকিস্তানের যুব সমাজের কাছেও আবেদন রাখেন৷ পরামর্শ দেন, দেশের দিশা বদলাতে যুব সমাজেরই উচিত সে দেশের নীতি প্রণয়নকারীদের বলা৷ তিনি বলেন, ‘‘পাকিস্তানকে সন্ত্রাসবাদের মতো রোগ থেকে মুক্ত করতে পাকিস্তানের যুব সমাজেরই উচিত এগিয়ে আসা৷ শান্তি এবং সমৃদ্ধির জীবন কাটানো৷ নিজের খাবার খাওয়া৷ নাহলে, আমার বুলেট তো সবসময় রেডি৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন অপারেশন সিঁদুরের জন্য আরও একবার ভারতের তিন সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন মোদি৷ বলেন, ‘‘আমরা জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করেছি এবং ওদের ধুলোয় মিশিয়ে দিয়েছি৷ আমরা আমাদের দেশের মাটিতে দাঁড়িয়ে হামলা চালিয়েছি৷’’

বাংলা খবর/ খবর/দেশ/
India pakistan Tensions: ‘বোনেদের সিঁদুর যারা মুছেছে, তাদের মুছে দিতেই হত,’ অপারেশন সিঁদুর মনে করিয়ে ফের মোদির হুঁশিয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল