India pakistan Tensions: গুজরাতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে দু’টো কথা মোদির! ‘হয় শান্তিতে রুটি খান, নাহলে...’

Last Updated:

এদিন গুজরাতের ভূজের সভায় বক্তৃতা করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে হামলার পরে আমরা ১৫ দিন অপেক্ষা করেছিলান৷ দেখছিলাম পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কি না৷ যখন দেখি নিচ্ছে না, তখন আমি সশস্ত্র বাহিনীকে (প্রত্যাঘাতের) পূর্ণ স্বাধীনতা দিই৷’’

News18
News18
গুজরাত: অপারেশন সিঁদুরের পরে এই প্রথম নিজের রাজ্য গুজরাতে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার আগে একটি র্যালিতেও যোগ দিতে দেখা যায় তাঁকে৷ গুজরাতের ভূজের জনসভায় আবারও পাকিস্তান এবং সন্ত্রাসবাদ দুইকে এক করে কড়া বার্তা দিতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে৷ রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন, ‘‘হয় রুটি খান, নয় বুলেট! পছন্দটা আপনার৷’’
পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাব দিতে সপ্তাহ দুই আগেই অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল ভারত৷ তারপর তিন দিন ধরে চলে ড্রোন, পাল্টা ড্রোনের লড়াই৷ তারপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি ঘোষণা করে দু’দেশ৷ তবে পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে৷
এদিন গুজরাতের ভূজের সভায় বক্তৃতা করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে হামলার পরে আমরা ১৫ দিন অপেক্ষা করেছিলান৷ দেখছিলাম পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কি না৷ যখন দেখি নিচ্ছে না, তখন আমি সশস্ত্র বাহিনীকে (প্রত্যাঘাতের) পূর্ণ স্বাধীনতা দিই৷’’
advertisement
advertisement
মোদি এদিন পাকিস্তানের যুব সমাজের কাছেও আবেদন রাখেন৷ পরামর্শ দেন, দেশের দিশা বদলাতে যুব সমাজেরই উচিত সে দেশের নীতি প্রণয়নকারীদের বলা৷ তিনি বলেন, ‘‘পাকিস্তানকে সন্ত্রাসবাদের মতো রোগ থেকে মুক্ত করতে পাকিস্তানের যুব সমাজেরই উচিত এগিয়ে আসা৷ শান্তি এবং সমৃদ্ধির জীবন কাটানো৷ নিজের খাবার খাওয়া৷ নাহলে, আমার বুলেট তো সবসময় রেডি৷’’
advertisement
এদিন অপারেশন সিঁদুরের জন্য আরও একবার ভারতের তিন সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন মোদি৷ বলেন, ‘‘আমরা জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করেছি এবং ওদের ধুলোয় মিশিয়ে দিয়েছি৷ আমরা আমাদের দেশের মাটিতে দাঁড়িয়ে হামলা চালিয়েছি৷’’
বাংলা খবর/ খবর/দেশ/
India pakistan Tensions: গুজরাতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে দু’টো কথা মোদির! ‘হয় শান্তিতে রুটি খান, নাহলে...’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement