TRENDING:

Narendra Modi in Uttar Pradesh: দেশের সবথেকে অত্যাধুনিক রাজ্য হবে উত্তর প্রদেশ, ভোটের আগেই ঘোষণা মোদির

Last Updated:

এ দিন উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের শিলন্যাস করেন প্রধানমন্ত্রী (Narendra Modi in Uttar Pradesh)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর প্রদেশে নরেন্দ্র মোদি৷ Photo-ANI
উত্তর প্রদেশে নরেন্দ্র মোদি৷ Photo-ANI
advertisement

মিরাটের কাছে বিজৌলি গ্রাম থেকে প্রয়াগরাজের কাছে জুদাপুর ডান্ডু গ্রাম পর্যন্ত যাবে এই এক্সপ্রেসওয়ে৷ কাজ সম্পন্ন হলে এটাই হবে উত্তর প্রদেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে৷ রাজ্যেরপশ্চিমাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলকে যুক্ত করবে এই এক্সপ্রেসওয়ে৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, ৩৬ হাজার কোটি টাকার বেশি খরচ করে প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে গড়ে তোলা হবে৷ নরেন্দ্র মোদির দাবি, গঙ্গা এক্সপ্রেসওয়ে চালু হলে প্রচুর নতুন শিল্পও আসবে উত্তর প্রদেশে, কর্মসংস্থানের সুযোগও বাড়বে৷ ৷

advertisement

আরও পড়ুন: নেতাদের মন্তব্য খারিজ করে সপা প্রধান বললেন, "ওঁদের ব্যক্তিগত মন্তব্য "

প্রকল্পের শিলন্যাস করে প্রধানমন্ত্রী বলেন, 'খুব শিগগিরই উত্তর প্রদেশ দেশের সবথেকে অত্যাধুনিক পরিকাঠামো সম্বলিত রাজ্য হিসেবে চিহ্নিত হবে৷ এই দিন খুব বেশি দূরে নয়৷ উত্তর প্রদেশে এক্সপ্রেসওয়ে, নতুন করে তৈরি বিমানবন্দর, নতুন রেল রুটের যে নেটওয়ার্ক তৈরি হচ্ছে তা উত্তর প্রদেশের মানুষের জন্য আশীর্বাদ নিয়ে আসবে৷'

advertisement

আরও পড়ুন: উত্তরপ্রদেশের ৩৬ সাংসদকে প্রাতঃরাশে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের

নরেন্দ্র মোদি আরও বলেন, 'আধুনিক যে পরিকাঠামো উত্তর প্রদেশে গড়ে উঠছে তা থেকেই প্রমাণ করে কীভাবে সম্পদকে কাজে লাগানো উচিত৷ আপনারা নিজেরাই দেখেছেন জনগণের টাকা আগে কীভাবে ব্যবহার করা হত৷ কিন্তু এখন উত্তর প্রদেশের টাকা উত্তর প্রদেশের উন্নয়নের কাজেই লাগানো হয়৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী আরও দাবি করেন, আগে বড় বড় প্রকল্প শুধু কাগজে কলমেই শুরু হতো৷ যাতে প্রকল্পের টাকা দিয়ে নিজেদের সম্পদ বৃদ্ধি করা যায়৷ কিন্তু এখন প্রকল্পের টাকা দিয়ে প্রকল্পেরই কাজ করা হয়৷ যাতে জনগণের টাকায় হাত না পড়ে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi in Uttar Pradesh: দেশের সবথেকে অত্যাধুনিক রাজ্য হবে উত্তর প্রদেশ, ভোটের আগেই ঘোষণা মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল