TRENDING:

Nagaland: সেজে উঠছে ডিমাপুর-কোহিমা, নাগাল্যান্ড পেতে চলেছে প্রথম পাঁচতারা হোটেল

Last Updated:

এত দিনে এসে অভাব মিটতে চলেছে, পাঁচতারা হোটেল পেতে চলেছে নাগাল্যান্ড, তাও আবার একজোড়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাগাল্যান্ড: নিসর্গ এখানে অপরূপা, প্রকৃতিদেবী অকৃপণা। শ্যামলিমা আর পাহাড়চূড়ার এমন অনাবিল যুগলবন্দি পেয়েছে দেশের খুব রাজ্যই। সঙ্গে রয়েছে সাম্বৎসরিক হর্নবিল উৎসব। যে সব কিছুর টানে প্রতি বছর কাতারে কাতারে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় জমান নাগাল্যান্ডে। হলে কী হবে- পাঁচতারা হোটেল নাগাল্যান্ডে কখনওই গড়ে ওঠেনি।
advertisement

তবে, সব কিছুরই একটা আরম্ভ বলে ব্যাপার থাকে। এক্ষেত্রেও তার ব্যত্যয় হচ্ছে না। জানা গিয়েছে যে এত দিনে এসে অভাব মিটতে চলেছে, পাঁচতারা হোটেল পেতে চলেছে নাগাল্যান্ড, তাও আবার একজোড়া। হোটেল পোলো টাওয়ারস গ্রুপ এই লক্ষ্যে হাত মিলিয়েছে রাজ্যের পর্যটন দফতরের সঙ্গে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হিসেবে ১৫০ কোটি টাকা ব্যয়ে ডিমাপুর আর কোহিমায় গড়ে তোলা হবে দুই পাঁচতারা, একথা বুধবার জানিয়েছে রাজ্য এক আনুষ্ঠানিক বিবৃতিতে।

advertisement

আরও পড়ুন: পুজোর থিমে প্লাস্টিক মুক্ত সমাজের বার্তা! সঙ্গে থাকছে নানা চমক

জানা গিয়েছে, ডিমাপুরকে ক্ষেত্রে একটি সার্বিক লাইফস্টাইল গন্তব্যে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, শুধু হোটেলই নয়, থাকবে একটা শপিং মলও। সেখানে কেনাকাটার ব্যবস্থা ছাড়াও থাকবে বিনোদনের হরেক আয়োজন। আর কোহিমার পাঁচতারা সেজে উঠবে অতুলনীয় বিলাসিতার মোড়কে, এমন ভাবেই তা তৈরি করা হবে যাতে বাণিজ্যিক এবং ব্যক্তিগত, পর্যটনের দুই প্রয়োজনই মেটে।

advertisement

আরও পড়ুন: কোন্নগরের কালীমাতা আনন্দ আশ্রমে ১০০ বছর ধরে অষ্টাদশভুজা রূপে পূজিতা দেবী

সঙ্গত কারণেই এই জোড়া পাঁচতারা গড়ার লক্ষ্যে বেশ উৎসাহী হোটেল পোলো টাওয়ারস গ্রুপের কর্ণধার দেবল টিবরেওয়ালা, তিনি জানিয়েছেন যে পর্যটকদের যেমন স্বাচ্ছন্দ্য দেবে এই দুই হোটেল, তেমনই স্থানীয়দের দেবে কর্মসংস্থানের সুযোগও। অন্য দিকে, রাজ্যের পর্যটন দফতরের কর্তা কেদুওসিয়ে এম রিও প্রতিশ্রুতি দিয়েছেন যে এই লক্ষ্যে তাঁরা হোটেল পোলো টাওয়ারস গ্রুপের সঙ্গে যাবতীয় সহযোগিতা করবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পর্যটন দফতরের কর্তার বিবৃতিতে আরও একটা বিষয় বেশ স্পষ্ট, এই দুই পাঁচতারা নিয়ে রাজ্য যথেষ্ট আশাবাদী। আসলে উত্তর-পূর্ব ভারতের দিকে যদি চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে যে সেখানে একাধিক পাঁচতারা নির্মাণ করেছে হোটেল পোলো টাওয়ারস গ্রুপ, যা স্থানীয় সংস্কৃতি এবং আধুনিকতার একেবারে যথাযথ মেলবন্ধন। এবার পালা নাগাল্যান্ডের, আনন্দের আবহ তাই রাজ্যের সর্বত্র।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Nagaland: সেজে উঠছে ডিমাপুর-কোহিমা, নাগাল্যান্ড পেতে চলেছে প্রথম পাঁচতারা হোটেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল