তবে, সব কিছুরই একটা আরম্ভ বলে ব্যাপার থাকে। এক্ষেত্রেও তার ব্যত্যয় হচ্ছে না। জানা গিয়েছে যে এত দিনে এসে অভাব মিটতে চলেছে, পাঁচতারা হোটেল পেতে চলেছে নাগাল্যান্ড, তাও আবার একজোড়া। হোটেল পোলো টাওয়ারস গ্রুপ এই লক্ষ্যে হাত মিলিয়েছে রাজ্যের পর্যটন দফতরের সঙ্গে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হিসেবে ১৫০ কোটি টাকা ব্যয়ে ডিমাপুর আর কোহিমায় গড়ে তোলা হবে দুই পাঁচতারা, একথা বুধবার জানিয়েছে রাজ্য এক আনুষ্ঠানিক বিবৃতিতে।
advertisement
আরও পড়ুন: পুজোর থিমে প্লাস্টিক মুক্ত সমাজের বার্তা! সঙ্গে থাকছে নানা চমক
জানা গিয়েছে, ডিমাপুরকে ক্ষেত্রে একটি সার্বিক লাইফস্টাইল গন্তব্যে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, শুধু হোটেলই নয়, থাকবে একটা শপিং মলও। সেখানে কেনাকাটার ব্যবস্থা ছাড়াও থাকবে বিনোদনের হরেক আয়োজন। আর কোহিমার পাঁচতারা সেজে উঠবে অতুলনীয় বিলাসিতার মোড়কে, এমন ভাবেই তা তৈরি করা হবে যাতে বাণিজ্যিক এবং ব্যক্তিগত, পর্যটনের দুই প্রয়োজনই মেটে।
আরও পড়ুন: কোন্নগরের কালীমাতা আনন্দ আশ্রমে ১০০ বছর ধরে অষ্টাদশভুজা রূপে পূজিতা দেবী
সঙ্গত কারণেই এই জোড়া পাঁচতারা গড়ার লক্ষ্যে বেশ উৎসাহী হোটেল পোলো টাওয়ারস গ্রুপের কর্ণধার দেবল টিবরেওয়ালা, তিনি জানিয়েছেন যে পর্যটকদের যেমন স্বাচ্ছন্দ্য দেবে এই দুই হোটেল, তেমনই স্থানীয়দের দেবে কর্মসংস্থানের সুযোগও। অন্য দিকে, রাজ্যের পর্যটন দফতরের কর্তা কেদুওসিয়ে এম রিও প্রতিশ্রুতি দিয়েছেন যে এই লক্ষ্যে তাঁরা হোটেল পোলো টাওয়ারস গ্রুপের সঙ্গে যাবতীয় সহযোগিতা করবেন।
পর্যটন দফতরের কর্তার বিবৃতিতে আরও একটা বিষয় বেশ স্পষ্ট, এই দুই পাঁচতারা নিয়ে রাজ্য যথেষ্ট আশাবাদী। আসলে উত্তর-পূর্ব ভারতের দিকে যদি চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে যে সেখানে একাধিক পাঁচতারা নির্মাণ করেছে হোটেল পোলো টাওয়ারস গ্রুপ, যা স্থানীয় সংস্কৃতি এবং আধুনিকতার একেবারে যথাযথ মেলবন্ধন। এবার পালা নাগাল্যান্ডের, আনন্দের আবহ তাই রাজ্যের সর্বত্র।