মুম্বইয়ের নিকটবর্তী শহরতলি এলাকা ঘাটকোপারের একটি আবাসনের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার এক কর্মীকে আবাসনের বাসিন্দা গুজরাতি পরিবারগুলিকে বলতে শোনা যাচ্ছে, মাছ-মাংস খান বলে আবাসনের মরাঠি পরিবারগুলিকে ‘নোংরা’ হিসাবে উল্লেখ করেন গুজরাতি বাসিন্দারা৷
advertisement
রাজু পার্টে নামের ওই মরাঠি যুবককে বলতে শোনা যায়, ‘‘যে কেউ মুম্বইয়ে থাকতে পারে, কাজ করতে পারে, কিন্তু, এই ধরনের জিনিস সহ্য করা যাবে না৷ কে কি খাবে সেটা অন্য কেউ কী করে ঠিক করে দিতে পারে?’’
ওই একই ভিডিয়োয় যুবক দাবি করেছেন যে, ওই আবাসনের নিকটবর্তী আরেকটি আবাসনেও মরাঠিদের আমিষ রান্না করতে দেওয়া হয় না৷ বাধ্য হয়ে তাঁরা বাইরে থেকে আমিষ খাবার আনিয়ে খান৷
মরাঠি-গুজরাতি ঝামেলা বারতে থাকলে কিছু লোকজন ঘাটকোপার থানায় খবর দেন৷ পরে পুলিশ এসে মরাঠিদের অপমান করা নিয়ে গুজরাতিদের সাবধান করেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ করার কথাও জানিয়ে যায়৷
রাজ ঠাকরের নেতৃত্বাধীন এমএনএস এবং অবিভক্ত শিবসেনা উভয়ই দাবি করেছে যে মারাঠি ভাষাভাষীরা তাদের আমিষ খাদ্যাভ্যাসের কারণে আজকাল নির্দিষ্ট কিছু এলাকায় ফ্ল্যাট কিনতে বা ভাড়া নিতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।